পরিচারিকা নিগ্রহের দায়ে জেলে ভারতীয় বংশোদ্ভূত

বাড়ির পরিচারিকাকে মারধর ও হেনস্থা করার অভিযোগে গ্রেফতার করা হল ভারতীয় বংশোদ্ভূত এক মহিলাকে। সিঙ্গাপুর সেনার প্রাক্তন ওয়ারান্ট অফিসার ছিলেন কে রাজাকুমারী নামে ওই মহিলা। অবসরপ্রাপ্ত ওই অফিসারের বয়স এখন ৫৭ বছর।

Advertisement

সংবাদ সংস্থা

সিঙ্গাপুর শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৭ ০৩:১০
Share:

কে রাজাকুমারী। ছবি: সংগৃহীত।

বাড়ির পরিচারিকাকে মারধর ও হেনস্থা করার অভিযোগে গ্রেফতার করা হল ভারতীয় বংশোদ্ভূত এক মহিলাকে।

Advertisement

সিঙ্গাপুর সেনার প্রাক্তন ওয়ারান্ট অফিসার ছিলেন কে রাজাকুমারী নামে ওই মহিলা। অবসরপ্রাপ্ত ওই অফিসারের বয়স এখন ৫৭ বছর।

পুলিশ জানিয়েছে, ২০১২-এর জানুয়ারিতে তাঁর বাড়িতে কাজে যোগ দেন সারগুনাম জীভা নামে ৩৫ বছর এক তামিল মহিলা। পড়াশোনা করেছিলেন অষ্টম শ্রেণি পর্যন্ত। ফলে ইংরেজির উপরে দক্ষতা ছিল না তাঁর। কোনও ছুটি ছাড়া মাসে ৩৫০ সিঙ্গাপুর ডলারে তাঁকে কাজে রাখেন রাজাকুমারী। অভিযোগ, পরের মাস থেকেই পরিচারিকাকে মারধর করতে শুরু করেন তিনি। ৩ মার্চ ইস্ত্রি করার সময় জীভার উপরে রেগে যান রাজাকুমারী। ঠিক মতো কাজ হচ্ছে না, এই অভিযোগে প্লাস্টিক হ্যাঙ্গার ভেঙে না যাওয়া পর্যন্ত তা দিয়ে জীভাকে মারধর করেন তিনি। দিন দুয়েক পরে চাকরি ছেড়ে দিতে চাইলে চুলের মুঠি ধরে জীভাকে চড় ও লাথি মারেন বলে অভিযোগ রাজাকুমারীর বিরুদ্ধে। এর পরেই পুলিশ ডাকেন ওই পরিচারিকা।

Advertisement

এক পুলিশ অফিসার জানান, তদন্ত নেমে ওই বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে তিনি দেখেন তামিল ভাষায় জীভার কাছে ক্ষমা চাইছেন রাজাকুমারী। অভিযোগ ফেরত নিতে জোর দিচ্ছেন তিনি। ভাষা বুঝতে পেরে তখনই রাজাকুমারীকে গ্রেফতার করে পুলিশ। পরিচারিকাকে মারধর ও হেনস্থা করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। ১৪ দিনের শুনানির পরে গত বছর ৫ সেপ্টেম্বর রাজাকুমারীকে দোষী সাব্যস্ত করেন জেলা বিচারক ইমরান আবদুল হামিদ। সোমবার তাঁর চার মাস তিন সপ্তাহের কারাদণ্ড হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন