Jack Ma

ছ’দিন, ৬ বার যৌনমিলন! এ বার ব্যক্তিগত জীবনের ‘৬৬৯’ ফর্মুলা দিলেন আলিবাবা কর্ণধার

কর্মক্ষেত্রের ৯৯৬ ফর্মুলাকেই কিছুটা পাল্টে চিনের ধনীতম ব্যবসায়ী জ্যাক মা বললেন ‘৬৬৯’ ফর্মুলা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মে ২০১৯ ১৯:৫৬
Share:

আলিবাবার কর্ণাধার জ্যাক মা। ছবি এপি।

কর্মীদের দক্ষতা বাড়াতে তাঁর সাজেশন ছিল ‘৯৯৬’ ফর্মুলা। এ বার ব্যক্তিগত জীবনেও আনন্দে থাকার নয়া ফর্মুলা বাৎলালেন আলিবাবার কর্ণধার ধনকুবের জ্যাক মা। কর্মক্ষেত্রের ৯৯৬ ফর্মুলাকেই কিছুটা পাল্টে চিনের ধনীতম ব্যবসায়ী জ্যাক মা বললেন ‘৬৬৯’ ফর্মুলা।

Advertisement

কর্মক্ষেত্রে ‘৯৯৬’ ফর্মুলার অর্থ ছিল, সপ্তাহে ছ’দিন সকাল ন’টা থেকে রাত ন’টা পর্যন্ত কাজ করতে হবে। অর্থাৎ দিনে ১২ ঘণ্টা কাজ। নতুন এই ‘৬৬৯’ ফর্মুলাকেও নিজের মতো করে ব্যাখ্যা করেছেন জ্যাক মা। তাঁর মতে, ‘৬৬৯’— অর্থাৎ ছ’দিনে ছ’বার যৌনমিলন। তবে এ ক্ষেত্রে ৯ এর আলাদা কোনও অর্থ বহন করছে না। যদিও যৌনমিলনে কতক্ষণ সময় কাটাচ্ছেন, সেটাও সুখী জীবনের চাবিকাঠি বলে মনে করেন জ্যাক মা।

প্রতি বছর ১০ মে আলিবাবার সদর দফতর হাংঝাউতে সংস্থার কর্মীদের জন্য গণবিবাহের আয়োজন করা হয়। এ বছরের সেই অনুষ্ঠানেই জ্যাক মা বলেন, ‘‘কর্মক্ষেত্রে আমি ৯৯৬ ফর্মুলা মেনে চলার পক্ষে। তবে জীবনের ক্ষেত্রে ৬৬৯ ফর্মুলা মেনে চলা উচিত।’’

Advertisement

জ্যাক মা-র এই পরামর্শ আলিবাবার অফিসিয়াল পেজ ‘উইবো’-তে পোস্ট করা হয়েছে। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে এই নিয়ে।

আরও পড়ুন: লন্ডনের বুকে গতির বিশ্বরেকর্ড অটোর, হার মানবেন কলকাতার অটোচালকরাও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement