গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
আগামী ২২ জুনের পরে ইউক্রেনের সঙ্গে আবার যুদ্ধবিরতি নিয়ে সরাসরি বৈঠক হতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দফতর শুক্রবার এ কথা জানিয়েছে। সেই সঙ্গে ক্রেমলিনের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতিতে মধ্যস্থতার উদ্যোগে ইতি টেনেছেন।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি সরকারি টেলিভিশন চ্যানেলে জাতির উদ্দেশে বক্তৃতায় কিভের বিরুদ্ধে ‘সামরিক অভিযানের’ ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সেই যুদ্ধের ১১৭৭তম দিনে গত ১৬ মে তুরস্কের ইস্তানবুলে প্রথম বার মুখোমুখি বৈঠকে বসেছিল মস্কো-কিভ। যুদ্ধবন্দি এবং নিহত সেনাদের দেহ বিনিময় নিয়ে ঐকমত্য হলেও সার্বিক যুদ্ধবিরতি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি ওই বৈঠকে।
এই আবহে বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম (এসপিআইইএফ)-এর বৈঠকে পুতিন জানান, ২২ জুনের পর রাশিয়া এবং ইউক্রেনের সরাসরি প্রতিনিধিস্তরে আলোচনা হতে পারে। সেই বৈঠকে তিনি নিজে হাজির হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গেও আলোচনা করতে পারেন বলে জানান পুতিন। শুক্রবার রুশ বিদেশ দফতরের মুখপাত্র মারিয়া জ়াখারোভা বলেছেন, ‘‘২২ জুনের পরে আমরা আবার সরাসরি আলোচনা শুরু করতে চলেছি।’’ তবে সেই বৈঠকে পুতিন এবং জ়েলেনস্কি হাজির থাকবেন কি না, সে বিষয়ে কিছু বলেননি মারিয়া। প্রসঙ্গত, গত মাসে তুরস্কের বৈঠকে রুশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি। অন্য দিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কি সে দেশের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভকে প্রতিনিধিদলের নেতা হিসাবে পাঠিয়েছিলেন।