Russia

Russia-Ukraine War: জার্মানির ৪০ জন কূটনীতিক এবং দূতাবাসকর্মীকে বহিষ্কার করে ‘জবাব’ রাশিয়ার

রুশ বিদেশ দফতরের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, জার্মানির ‘অবন্ধুত্বপূর্ণ সিদ্ধান্তের’ জবাব দিতেই এই পদক্ষেপ করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

মস্কো শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২২ ১৭:৪১
Share:

জার্মান চ্য়ান্সেলর ওলাফ শোলৎজ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল চিত্র।

ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার সঙ্গে পশ্চিমী দুনিয়ার কূটনৈতিক টানাপড়েন ক্রমশ তীব্র হচ্ছে। বুচায় গণহত্যার প্রতিবাদে কয়েক সপ্তাহ আগে ৪০ জন রুশ কূটনীতিক ও দূতাবাসকর্মীকে বহিষ্কার করেছিল জার্মানি। বার্লিনের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় সোমবার ৪০ জন জার্মান কূটনীতিক এবং দূতাবাসকর্মীকে বহিষ্কার করেছে মস্কো।

রুশ বিদেশ দফতরের তরফে বিবৃতিতে বলা হয়েছে, জার্মানির ‘অবন্ধুত্বপূর্ণ সিদ্ধান্তের’ জবাবেই এই পদক্ষেপ করা হয়েছে। জার্মান কূটনীতিক বহিষ্কারের জেরে পশ্চিম ইউরোপের দেশগুলির সঙ্গে রাশিয়ায় সঙ্ঘাত আরও বাড়তে পারে বলে কূটনৈতিক মহলের একাংশ মনে করছে।

Advertisement

জার্মান বিদেশমন্ত্রী আন্নালেনা বায়েরবখ মঙ্গলবার ভ্লাদিমির পুতিন সরকারের ওই পদক্ষেপের নিন্দা করেন। তিনি বলেন, ‘‘মস্কো যে এ ধরনের কোনও পদক্ষেপ করবে, তা আমাদের ধারণায় ছিল। তবে এই সিদ্ধান্ত কোনো ভাবেই সমর্থনযোগ্য নয়। রাশিয়া যে কূটনীতিকদের বহিষ্কার করেছে, তাঁরা কোনও অপরাধ করেননি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন