সন্ত্রাসদমন নিয়ে বৈঠক জয়শঙ্করের

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে আমেরিকায় প্রথম দীর্ঘমেয়াদি দৌত্যে সন্ত্রাসকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে ভারত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৭ ০৩:০৪
Share:

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে আমেরিকায় প্রথম দীর্ঘমেয়াদি দৌত্যে সন্ত্রাসকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে ভারত।

Advertisement

চার দিনের আমেরিকা সফরে গিয়েছেন বিদেশসচিব এস জয়শঙ্কর। আজ নয়া মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টারের সঙ্গে বৈঠক করেন তিনি। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, বৈঠকে পাক মদতপুষ্ট সন্ত্রাস নিয়ে সরব হয়েছেন জয়শঙ্কর। পাকিস্তান কী ভাবে আফগানিস্তানে ভারতের ভূমিকা লঘু করে সে দেশেও সন্ত্রাস ছড়়াচ্ছে, তা-ও ম্যাকমাস্টারকে জানিয়েছেন জয়শঙ্কর।

কাবুলে গতকালই জোড়া বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জন। সেই ঘটনার কড়়া সমালোচনা করেছে দিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, ‘‘ভারত নিজে সন্ত্রাসের ভুক্তভোগী। তাই আমরা আফগানিস্তানের মানুষের বেদনার শরিক।’’ কূটনীতিকদের মতে, এই সমালোচনার মাধ্যমে ট্রাম্প প্রশাসনকেও একটি বার্তা দিতে চেয়েছে নরেন্দ্র মোদী সরকার।

Advertisement

উঠেছে ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলার হত্যার প্রসঙ্গও। জয়শঙ্করের সঙ্গে কথার সময়ে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার পল রায়ান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement