কী কী রয়েছে রুশ ‘এমআই-২৫’ হেলিকপ্টারে?

যুদ্ধে লড়ার জন্য আক্ষরিক অর্থেই, আদর্শ এই সর্বাধুনিক ‘এমআই-২৫’ মডেলের রুশ হেলিকপ্টার। এর আগের মডেলটি ছিল ‘এমআই-২৪’। ওই মডেলের রুশ হেলিকপ্টার যুদ্ধে প্রথম ব্যবহার করা হয়েছিল ১৯৬৯ সালে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৫ ১৮:১৬
Share:

যুদ্ধে লড়ার জন্য আক্ষরিক অর্থেই, আদর্শ এই সর্বাধুনিক ‘এমআই-২৫’ মডেলের রুশ হেলিকপ্টার। এর আগের মডেলটি ছিল ‘এমআই-২৪’। ওই মডেলের রুশ হেলিকপ্টার যুদ্ধে প্রথম ব্যবহার করা হয়েছিল ১৯৬৯ সালে। ওই মডেলের খুব কাছাকাছি এক ধরনের হেলিকপ্টার ‘ন্যাটো’ জোট ব্যবহার করত সত্তর-আশির দশকে। ওই হেলিকপ্টারগুলিকে ‘ন্যাটো’ বাহিনী ‘হিন্দ’ বলে ডাকত।

Advertisement

‘এমআই-২৫’ মডেলের রুশ হেলিকপ্টারটি তার আরও উন্নত সংস্করণ।

কী কী রয়েছে ‘এমআই-২৫’ মডেলের রুশ হেলিকপ্টারে?

Advertisement

১) দু’টি টারবাইন দিয়ে চালানো হয়। ফলে, বহু ক্ষণ আকাশে উড়ে থাকতে পারে।

২) দুর্গম পাহাড়ে যেখানে উঁচু উঁচু অনেক শৃঙ্গ থাকে, সেখানেও হুটহাট নেমে পড়তে পারে।

৩) ওই হেলিকপ্টার থেকে যে কোনও সময় ছোঁড়া যেতে পারে ট্যাঙ্ক ধ্বংস করার ক্ষেপণাস্ত্র। ‘ন্যাটো’ বাহিনীর হাতে ‘স্পাইরাল’ নামে ‘এটি-৬’ মডেলের যে যুদ্ধ হেলিকপ্টার ছিল, তা থেকেও ছোঁড়া যেত ট্যাঙ্কধ্বংসী ক্ষেপণাস্ত্র। তবে ‘এমআই-২৫’ মডেলের রুশ হেলিকপ্টারের প্রযুক্তি অনেক বেশি উন্নত।

৪) এই রুশ হেলিকপ্টার থেকে আকাশে অন্য যুদ্ধবিমানকে লক্ষ্য করেও ছোঁড়া যায় ক্ষেপণাস্ত্র।

৫) ওই হেলিকপ্টার থেকে পাঁচ মিনিটে কম করে আটশো রাউন্ড গুলি-গোলা ছোঁড়া যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement