সলমন রুশদি। ছবি: সংগৃহীত।
নিউ ইয়র্কে ২০২২ সালের ১২ অগস্ট দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনা অবলম্বনে বই লিখছেন তিনি। কিন্তু বুকারজয়ী লেখক সলমন রুশদির দাবি, আততায়ী হাদি মাতারের সেই ছুরির কোপ এখন ভুলে গিয়েছেন। সোমবার রুশদি বলেন, ‘‘ওই ছুরিকাঘাতের অধ্যায় আমি পেরিয়ে এসেছি।’’
এই ঘটনার পর এক চোখে দৃষ্টি হারিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত লেখক। একটি হাত এখনও পুরোপুরি কর্মক্ষম হয়নি। সেই হামলার পর দীর্ঘ সময় লেখক ‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজ়অর্ডার (পিটিএসডি)’-এও ভুগেছেন। ৭৬ বছর বয়সী এই লেখক গতকাল রোববার ব্রিটেনে হে ফেস্টিভ্যালে অংশ নেন। সেখানে তিনি বলেন, ‘‘হামলার পর থেকে সকলে কেবল ওই বিষয়টাই জানতে চেয়েছে। কিন্তু আমি সেই অধ্যায়টা পেরিয়ে এসেছি।’’
প্রসঙ্গত, রুশদির উপর হামলাকারী ২৭ বছরের হাদির ২৫ বছরের জেলের সাজা হয়েছে আমেরিকার আদালতে আমেরিকার নিউ ইয়র্কের একটি আদালতে তাঁর বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়েছিল গত ফেব্রুয়ারিতে। সে সময়ই ‘দোষী’ ঘোষণা করা হয়েছিল হাদিকে। সাজা ঘোষণা করা হয় গত ১৫ মে।