প্রথম সমকামী মেয়র নির্বাচিত করল সল্ট লেক সিটি

প্রথম বার সরাসরি সমকামী মেয়র নির্বাচিত করল মার্কিন যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি। গত তেসরা নভেম্বর নির্বাচনের ফল প্রকাশিত হয় গত কাল। এই প্রথম চার্চের বিরুদ্ধে গিয়ে সমকামী মেয়র নির্বাচিত করে ইতিহাস রচনা করল ওয়াশিংটনের রাজধানী সল্ট লেক সিটি।

Advertisement
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৫ ১৭:৩৮
Share:

প্রথম বার সরাসরি সমকামী মেয়র নির্বাচিত করল মার্কিন যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি। গত তেসরা নভেম্বর নির্বাচনের ফল প্রকাশিত হয় গত কাল। এই প্রথম চার্চের বিরুদ্ধে গিয়ে সমকামী মেয়র নির্বাচিত করে ইতিহাস রচনা করল ওয়াশিংটনের রাজধানী সল্ট লেক সিটি।

Advertisement

নব নির্বাচিত মেয়র জ্যাকি বিসকুপস্কি বলেন, শুধু ইতিহাস রচনা নয়। এটা মানুষের জন্য। পরিবর্তনের প্রভাব পড়ছে।

নিজের নির্বাচনী প্রচারে আর্থিক বৃদ্ধি, পেট্রলের দাম বৃদ্ধির মতো ইস্যু থাকলেও নজর কেড়েছিল তাঁর যৌন পছন্দ। ১৯৯৮-এ তিনি প্রথম সমকামী হিসেবে আইনসভার সদস্য হন। ২০১১-এ বিসকুপস্কি বলেন, যখন আমি প্রথম আইনসভায় এলাম তখন কেউ আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতেন না। কেউ হ্যান্ডশেকও করতেন না আমার সঙ্গে। আমি যাতে নির্বাচনে লড়তে না পারি তার জন্য অনেকে স্পিকারকে অনুরোধও জানাতেন।

Advertisement

ইকুয়ালিটি উটাহর এক্সিকিউটিভ ডিরেক্টর ট্রয় উইলিয়ামস বলেন, এলজিবিটি গোষ্ঠীর সব মানুষের জন্য এই জয় খুব গুরুত্বপূর্ণ। মানুষের জন্য কাজ করতে যৌন পছন্দ কোনও বাধা হতে পারে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন