Coronavirus

করোনার আশঙ্কায় সরস্বতী পুজো বাতিল

শুভম বলেন, ‘‘ভারতীয় দূতাবাসের সঙ্গেও কথা হয়। কিন্তু এখন অবস্থা অন্য রকম। জরুরি কাজ ছাড়া প্রায় কেউই বাইরে বার হচ্ছেন না। রাস্তাঘাট সুনসান।’’

Advertisement

অরিন্দম সাহা

কোচবিহার শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ০৪:০৮
Share:

করোনাভাইরাসের আতঙ্কে, হিথরো বিমানবন্দরে।—ছবি এএফপি।

করোনাভাইরাসের আতঙ্কে বাতিল হয়ে গেল চিনের প্রবাসী ভারতীয়দের সরস্বতী পুজো। চিনের রাজধানী বেজিংয়ে পুজোর আয়োজন করেছিলেন কর্মসূত্রে সে দেশে থাকা একদল ভারতীয়। মূল উদ্যোক্তা অবশ্যই সেখানকার প্রবাসী বাঙালিদের সংগঠন ‘বেজিং বংস’। ঠিক হয়েছিল, সকলের ছুটি থাকবে যে সপ্তাহ শেষে, তখনই হবে পুজো। সেই মতো ৯ ফেব্রুয়ারি দিন ঠিক হয় পুজোর। কলকাতার কুমোরটুলিতে প্রতিমার ‘অর্ডার’ও চলে যায়। কিন্তু এখন সে সব শিকেয়।

Advertisement

বেজিংয়ে চাকরি সূত্রে সস্ত্রীক থাকেন শান্তিনিকেতনের ছেলে শুভম পাল। তিনিও অন্যতম উদ্যোক্তা। বঙ্গে বুধবার সরস্বতী পুজোর দিনে বেজিং থেকে শুভম বলেন, “আগেও এখানে অনেকে সরস্বতী পুজো করেছেন। এ বারে সেটা আরও বড় ভাবে করার ইচ্ছে ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে পুরো পরিকল্পনা বাতিল করতে হল।” পুজো উদ্যোক্তাদের কাছ থেকেই জানা গিয়েছে, সব সুবিধা দেখে সপ্তাহান্তে পুজো আয়োজনের রেওয়াজ যেমন দুর্গাপুজোয়, তেমনই আছে সরস্বতী পুজোর বেলাতেও। তা ছাড়া চিনে জানুয়ারির শেষ সপ্তাহে নতুন বছরকে স্বাগত জানাতে ‘স্প্রিং ফেস্টিভাল’ও হয়। সব দেখে ৯ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর পরিকল্পনা নেওয়া হয়। শুভম বলেন, ‘‘ভারতীয় দূতাবাসের সঙ্গেও কথা হয়। কিন্তু এখন অবস্থা অন্য রকম। জরুরি কাজ ছাড়া প্রায় কেউই বাইরে বার হচ্ছেন না। রাস্তাঘাট সুনসান।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন