Hajj

শিশুদের নিয়ে আর হজে নয়! জানিয়ে দিল সৌদি, ভারত-সহ ১৪ দেশের ভিসা নীতিতেও বদল

ভারত-সহ ১৪টি দেশের ভিসা নীতিতেও বদল আনল সৌদি আরব। এই দেশগুলির নাগরিকদের এবার ‘সিঙ্গল এন্ট্রি’ ভিসা দেবে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫১
Share:

হজে আর শিশুদের নিতে পারবেন না পুণ্যার্থীরা। — ফাইল চিত্র।

চলতি বছর থেকে হজে শিশুদের নিয়ে আর যেতে পারবেন না পুণ্যার্থীরা। জানিয়ে দিল সৌদি আরব। তাদের হজ এবং উমরাহ্ মন্ত্রক জানিয়েছে, হজের সময় মক্কায় খুব ভিড় হয়। তার মধ্যে শিশুদের সুরক্ষা এবং নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের তরফে আরও জানানো হয়েছে, প্রথম বার যাঁরা হজ করছেন, তাঁদের এ বছর অগ্রাধিকার দেওয়া হবে। ভিসা নীতিতেও রয়েছে কিছু রদবদল।

Advertisement

২০২৫ সালের হজ যাত্রার জন্য নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে। সৌদির নাগরিক এবং বাসিন্দারা ‘নুসুক’ অ্যাপ বা হজের সরকারি পোর্টালে হজ যাত্রার জন্য আবেদন করতে পারবে। সেখানে নিজেদের বিষয়ে যাবতীয় তথ্য দিতে হবে। হজের বিভিন্ন প্যাকেজও এ বার রেখেছে সৌদি সরকার। সে দেশের বাসিন্দারা তিনটি কিস্তিতে টাকা দিতে পারবেন।

ভারত-সহ ১৪টি দেশের ভিসা নীতিতেও বদল আনল সৌদি আরব। এই দেশগুলির নাগরিকদের এবার ‘সিঙ্গল এন্ট্রি’ ভিসা দেবে তারা। অর্থাৎ ওই ভিসা দেখিয়ে এক বারই সে দেশে প্রবেশ করতে পারবেন এই ১৪টি দেশের বাসিন্দারা। ভিসার মেয়াদ ৩০ দিন। অভিযোগ, এত দিন ১৪টি দেশের কিছু বাসিন্দা সৌদির ভিসা (মাল্টিপল এন্ট্রি) নিয়ে হজের সময় নাম অন্তর্ভুক্ত না করিয়েই মক্কায় চলে যেতেন। এর ফলে সেখানে ভিড় বাড়ত। এ বার তা বন্ধ করার জন্য নতুন ব্যবস্থা। যে ১৪টি দেশের ভিসা নীতিতে বদল এলেছে সৌদি, সেগুলি হল— ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মিশর, সুদান, আলজেরিয়া, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডন, মরক্কো, নাইজেরিয়া, তিউনিশিয়া, ইয়েমেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement