সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জ়ল বিন ফারহান আল-সৌদ। ছবি: সংগৃহীত।
গাজ়ার পরে এ বার পশ্চিম এশিয়ার আর এক প্যালেস্টাইনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কে দখলদারি শুরু করেছে ইজ়রায়েল সেনা। ইহুদি বসতি সম্প্রসারণের পাশাপাশি সেখানে ইউরোপীয় এবং আরব দেশগুলির কূটনীতিকদের গতিবিধির উপর বিধিনিষেধ আরোপ করেছে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানয়াহুর সরকার। ঢুকতে দেওয়া হয়নি আরবেন মন্ত্রীদেরও এই আবহে শনিবার পশ্চিম এশিয়ার আমেরিকার আর এক বৃহৎ সামরিক সহযোগী সৌদি আরব নিশানা করল তেল আভিভকে।
সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জ়ল বিন ফারহান আল-সৌদ সোমবার বলেন, ‘‘আরব মন্ত্রীদের প্রতিনিধিদলকে পশ্চিম তীরে ঢুকতে না দিয়ে ইজ়রায়েল প্রমাণ করেছে যে তারা আদতে উগ্রপন্থী। তার শান্তি চায় না।’’ স্বাধীনতাপন্থী সশস্ত্র প্যালেস্টাইনি সংগঠন হামাসের কোনও সক্রিয়তা নেই ওয়েস্ট ব্যাঙ্কে। তবুও কেন সেখানে আন্তর্জাতিক প্রতিনিধিদের যাতায়াতে বাধা দেওয়া হচ্ছে, সে প্রশ্নও তুলেছেন প্রিন্স ফয়জ়ল।
প্যালেস্টাইনি স্বাধীনতা আন্দোলনের নেতা, প্রয়াত ইরাসের আরাফতের গড়া সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ড। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্বশাসিত প্যালেস্তাইন কর্তৃপক্ষ সেখানকার প্রশাসন পরিচালনা করেন। রবিবার প্যালেস্টাইন সরকার জর্ডন, মিশর, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহির মন্ত্রীপর্যায়ের প্রতিনিধিদের নিয়ে প্যালেস্টাইন সমস্যা সংক্রান্ত এক আলোচনাসভায় আয়োজন করেছিল। কিন্তু আরব দেশগুলির মন্ত্রীদের সেই সভায় যোগ দিতে যেতে দেয়নি ইজ়রায়েল। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এর আগে গত ২১ মে ইউরোপীয় ইউনিয়ন এবং আরব দেশগুলির কূটনীতিকদের প্রতিনিধি দলকে নিশানা করে ওয়েস্ট ব্যাঙ্কে গুলি ছোড়ার অভিযোগ উঠেছিল ইজ়রায়েলের বিরুদ্ধে।