Womanl

মাথায় গেঁথে কাঁচি, এক ঘণ্টা বাসযাত্রা করে নিজেই গেলেন হাসপাতালে!

হাসপাতালে পৌঁছতেই দ্রুত ভর্তি করে নেওয়া হয় ৫৭ বছরের ওই মহিলাকে। অপারেশেন করে বের করা হয় কাঁচিটি। চিকিৎসকরা জানিয়েছেন এখন সুস্থ আছেন শেন নামে ওই মহিলা।

Advertisement

সংবাদ সংস্থা

বেজিং শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৮ ১৭:০৪
Share:

কাঁচি আটকে থাকার ছবি।

মাথায় গেঁথে রয়েছে একটা কাঁচি। সেই অবস্থায় নিজেই বাস থামিয়ে তাতে চেপে বসলেন এক মহিলা। মহিলার অবস্থা দেখে তখন রীতিমতো আতঙ্কিত বাসের অন্য যাত্রীরা। কিন্তু নির্বিকার ভাবে এ ভাবেই প্রায় এক ঘণ্টা বাসে সফর করলেন তিনি। নিজেই গেলেন হাসপাতালে।

Advertisement

হাসপাতালে পৌঁছতেই দ্রুত ভর্তি করে নেওয়া হয় ৫৭ বছরের ওই মহিলাকে। অপারেশেন করে বের করা হয় কাঁচিটি। চিকিৎসকরা জানিয়েছেন এখন সুস্থ আছেন শেন নামে ওই মহিলা।

সম্প্রতি এমনই ঘটনার সাক্ষী থাকল চিনের শিয়াংইয়াং শহর। পরে শেন জানান, তাঁর বাড়ি হুবেই প্রদেশে। নিজের বাগানে মেহগনি গাছ থেকে পাতা পাড়ছিলেন। কিন্তু, গাছটি লম্বা হওয়ায় হাত যাচ্ছিল না। শেনের কথায়, ‘‘একটা বাঁশের সঙ্গে কাঁচি বাধি। কিন্তু, পাতা পাড়ার সময় কাঁচিটি উপর থেকে মাথায় পড়ে গেঁথে যায়।’’

Advertisement

যদিও শেন চিকিৎসকদের জানিয়েছেন ঘটনার পর থেকে তাঁর কোনও যন্ত্রণা হচ্ছিল না। সেই অবস্থাতেই বাসে করে হাসপাতালে যান তিনি।

আরও পড়ুন: জার্মানিতে গাড়ি হামলা, নিহত ৩

পরে হাসপাতালের তরফে জানানো হয়েছে, শেনের মাথায় দু’বার অস্ত্রোপচার করা হয়েছে। সফল ভাবে কাঁচিটি বার করা হয়েছে। আপাতত, শেনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, কাঁচিটি শেনের মাথার ভিতরে ২-৩ মিলিমিটার ঢুকে একটি কোণে আটকে যায়। যদি সেটি আড়াআড়িভাবে ঢুকে যেত, তা হলে তাঁর পঙ্গু হয়ে যাওয়ারও আশঙ্কা ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন