(বাঁ দিকে) অরবিন্দ কেজরীওয়াল এবং ভগবন্ত মান (ডান দিকে)। —ফাইল চিত্র।
পঞ্জাবে পঞ্চায়েত ভোটে বিপুল জয়ের পথে সে রাজ্যের শাসক দল আম আদমি পার্টি (আপ)। জেলা পরিষদ এবং ব্লক পঞ্চায়েত (পঞ্চায়েত সমিতি) স্তরে নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে তারা। আর এক প্রাক্তন শাসকদল শিরোমণি অকালি দল তৃতীয় এবং তাদের প্রাক্তন সহযোগী বিজেপি চতুর্থ স্থানে রয়েছে।
গত ১৪ ডিসেম্বর পঞ্জাবের ২২ জেলা পরিষদের ৩৪৭ জ়োনে এবং ১৫৩ পঞ্চায়েত সমিতির ২৮৩৮ জ়োনের নির্বাচন হয়েছিল (এ ক্ষেত্রে ‘জ়োন’ নাম দিয়ে সংশ্লিষ্ট আসনকে চিহ্নিত করা হয়)। বুধবার থেকে শুরু হয়েছে ব্যালট পেপার গণনা। জেলা পরিষদে, এখনও পর্যন্ত ৩১৭টি জ়োনের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং এর মধ্যে, ২০১টিতে আপ জয়লাভ করেছে। কংগ্রেস ৬০টি, শিরোমণি অকালি দল ৩৯টি, বিজেপি ৪টি, বিএসপি ৩টি এবং নির্দল ১০টি জ়োনে জিতেছে। বিজেপি চারটি জ়োনই জিতেছে হিমাচল প্রদেশ লাগোয়া পাঠানকোটে।
পঞ্চায়েত সমিতির গণনাতেও ৫০ শতাংশের বেশি আসনে এগিয়ে আপ। দ্বিতীয় স্থানে কংগ্রেস। আপের প্রতিষ্ঠাতা প্রধান অরবিন্দ কেজরীওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান পঞ্চায়েত ভোটে জয়ের জন্য রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরী বলেন, ‘‘পঞ্জাবের জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি নির্বাচনে আমাদের দলের এই ফল আদতে ভগবন্ত মান সরকারের কাজের উপর গ্রামীণ পঞ্জাববাসীর সমর্থনের সিলমোহর। অন্য দিকে, বিরোধী কংগ্রেস এবং শিরোমণি অকালি দল বৃহস্পতিবার মান সরকারের বিরুদ্ধে পঞ্চায়েত ভোটে জিততে সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছে।