ছুরি হামলায় চিনে নিহত ৭ স্কুলপড়ুয়া

উত্তর চিনের শানসি প্রদেশের মিজ়হি কাউন্টির একটি স্কুলের ঘটনা। এই হামলায় নিহত সাত এবং আহত ১৯ জন। প্রত্যেকেরই বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৮ ১২:৪২
Share:

প্রতীকী চিত্র

অন্যদিনের মতোই স্কুল থেকে বাড়ি ফেরার সময়ে খোশগল্পে মেতেছিল পড়ুয়ারা। ঘড়ির কাঁটা ছ’টা পেরোনোর কিছু পরেই অতর্কিত হানা নেমে এল তাদের উপরে। ছুরির আঘাতে লুটিয়ে পড়ল তারা, একের পর এক।

Advertisement

উত্তর চিনের শানসি প্রদেশের মিজ়হি কাউন্টির একটি স্কুলের ঘটনা। এই হামলায় নিহত সাত এবং আহত ১৯ জন। প্রত্যেকেরই বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরেই পুলিশ আটক করে ২৮ বছরের ওই আততায়ীকে। তবে তার পরিচয় প্রকাশ্যে আসেনি।

সরকারের তরফে জানা গিয়েছে, অভিযুক্তও ওই স্কুলের পড়তেন। সেখানে প্রায়ই তাকে উত্ত্যক্ত করা হত। সেই মানসিক অবসাদ থেকেই এই পাল্টা হামলা কি না, তা স্পষ্ট হয়নি। চিনে আগেও সামনে এসেছে ছুরি-হামলার ঘটনা। ফেব্রুয়ারিতেই বেজিংয়ের এক শপিং মলের সামনে হামলায় মারা গিয়েছিলেন একজন। আহত ১২। গত বছর দক্ষিণ চিনের গুয়াংজ়ি জ়ুয়াং প্রদেশেও একটি কিন্ডারগার্টেনে ছুরি-হামলায় আহত হয়েছিল ১১টি শিশু। তবে এ দিনের ঘটনা ছাপিয়ে গিয়েছে সেই ভয়াবহতাকেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement