— প্রতিনিধিত্বমূলক চিত্র।
আমেরিকার মিসিসিপি স্টেটের তিনটি আলাদা আলাদা জায়গায় গিয়ে এলোপাথাড়ি গুলি চালালেন একই যুবক! মৃত্যু হল অন্তত ছ’জনের। স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার রাতে মিসিসিপির ক্লে কাউন্টিতে ঘটনাটি ঘটেছে। তড়িঘড়ি অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার রাতে ক্লে কাউন্টির তিনটি আলাদা আলাদা জায়গায় গুলি চলার ঘটনা ঘটে। অন্তত ছ’জন নিহত হন। স্থানীয় সংবাদমাধ্যম এবং আইনপ্রয়োগকারী সংস্থাগুলি জানিয়েছে, এর কিছু ক্ষণের মধ্যেই সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গোটা ঘটনার নেপথ্যে ছিলেন তিনিই। আপাতত আততায়ী পুলিশ হেফাজতে রয়েছেন।
উত্তর-পূর্ব মিসিসিপির এই ক্লে কাউন্টির জনসংখ্যা প্রায় ২০,০০০। শুক্রবার রাতে সেখানেই হামলা চালান ওই আততায়ী। ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘‘আপাতত চিন্তার কোনও কারণ নেই। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নিহতদের পরিজনদের সমবেদনা জানাই। আমার অনুরোধ, আপনারা ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে থাকুন।’’ তবে ঘটনায় ঠিক কত জনের মৃত্যু হয়েছে, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি এডি। যদিও সংবাদমাধ্যম ডব্লিউটিভিএ-র প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ঘটনায় এখনও পর্যন্ত ছ’জনের মৃত্যু হয়েছে।