Afghanistan

গজনিতে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৬ আফগান সেনা

পূর্ব আফগানিস্তানের গজনিতে এক আত্মঘাতী জঙ্গি গাড়ি বিস্ফোরণ ঘটিয়েছে। নিহত এবং জখম হয়েছেন যাঁরা, তাঁরা সকলেই আফগান নিরাপত্তাবাহিনীর সদস্য। 

Advertisement

সংবাদ সংস্থা

কাবুল শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২০ ১৩:০৩
Share:

ছবি: টুইটার থেকে সংগৃহীত।

নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে সাতসকালে হামলা আফগানিস্তানে। পূর্বের গজনিতে এক আত্মঘাতী জঙ্গি সেখানে গাড়ি বিস্ফোরণ ঘটিয়েছে। তাতে ২৬ আফগান সৈনিকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম কমপক্ষে ১৭ জন। কে বা কারা এই হামলা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তবে বিস্ফোরণের পর গোটা এলাকা থমথমে। নিরাপত্তাবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী।

Advertisement

সে দেশ থেকে আসা প্রাথমিক রিপোর্ট আনুযায়ী, স্থানীয় প্রশাসনকে বার্তা দেওয়াই লক্ষ্য ছিল জঙ্গিদের। সেই মতো গজনিতে নিরাপত্তাবাহিনীকে নিশানা করে তারা। এক আত্মঘাতী জঙ্গিকে দিয়ে এই বিস্ফোরণ ঘটানো হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত নির্দিষ্ট ভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। সময় মতো সংবাদমাধ্যমকে তা নিয়ে তথ্য দেওয়া হবে।

গজনি হাসপাতালের ডিরেক্টর বাজ মরম্মদ হেমত বলেন, ‘‘এখনও পর্যন্ত ২৬টি দেহ হাতে পেয়েছি আমরা। জখম অবস্থায় ১৭ জনকে আনা হয়। তাঁদের সকলেই নিরাপত্তাবাহিনীর সদস্য।’’

Advertisement

মাত্র কয়েক সপ্তাহ আগেই আফগানিলস্তানের রাজধানী কাবুলকে নিশানা করে ইসলামিক স্টেট (আইএস)জঙ্গিরা। সেখানে ২৩চি রকেট ছোড়ে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন