— প্রতিনিধিত্বমূলক চিত্র।
মেক্সিকোয় ধর্মীয় জমায়েতে এলোপাথাড়ি গুলি চালালেন আততায়ীরা! বুধবার রাতে মেক্সিকোর গুয়ানাহুয়াতো স্টেটের ইরাপুয়াতো শহরে ঘটনাটি ঘটেছে। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। জখম আরও অনেকে।
স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে খবর, বুধবার ইরাপুয়াতোর রাস্তায় একটি ধর্মীয় জমায়েত চলছিল। সেন্ট জন দ্য ব্যাপটিস্টের সম্মানে নাচেগানে মেতে উঠেছিলেন স্থানীয়েরা। কেউ কেউ মদ্যপানও করছিলেন। আচমকা পর পর গুলির শব্দ! এক দল আততায়ী এসে স্থানীয়দের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের। জখম হন আরও অন্তত ২০ জন। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন সকলেই। সুযোগ বুঝে চম্পট দেন আততায়ীরাও। ওই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে দেখা যাচ্ছে, একটি আবাসনের বারান্দায় স্থানীয়েরা নাচগান করছিলেন। আচমকা গুলি চলতে থাকে। সঙ্গে সঙ্গে ভিড় ছত্রভঙ্গ হয়ে যায়। প্রাণভয়ে পালাতে থাকেন বাকিরাও।
ইরাপুয়াতোর এক কর্তা রোডোলফো গোমেজ সার্ভান্তেস জানিয়েছেন, ওই ঘটনায় মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ১২ জনে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু আহতদের মধ্যেও কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। হামলার নিন্দা করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম। তিনি বলেন, ‘‘যা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক। তদন্ত চলছে।’’ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আততায়ীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। প্রসঙ্গত, মেক্সিকোর উত্তর-পশ্চিমে অবস্থিত গুয়ানাহুয়াতো বহু বছর ধরেই মেক্সিকোর সব চেয়ে সহিংস রাজ্যগুলির মধ্যে একটি। চলতি বছরের প্রথম পাঁচ মাসেই সেখানে ১,৪৩৫টি খুনের ঘটনা রেকর্ড করা হয়েছে। গত মাসেও গুয়ানাহুয়াতোর সান বার্তোলো দে বেরিওস শহরে একটি ক্যাথলিক চার্চের অনুষ্ঠান চলাকালীন আততায়ীদের গুলিতে সাত জন নিহত হয়েছিলেন। সেই ঘটনার মাসখানেকের মাথায় ফেক একই ঘটনা ঘটল।