Terror Attack in Israel

ইজ়রায়েলে জঙ্গি হামলা! মৃত অন্তত এক, আহত আরও অনেকে, পুলিশের গুলিতে মৃত্যু হামলাকারীর

প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল হামলাকারী ছিল দু’জন। তাদের মধ্যে এক জন বন্দুক নিয়ে হামলা করে, অন্য জন ছুরি। তবে পুলিশ পরে জানায়, হামলাকারী এক জনই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১৪:৫৮
Share:

ইজ়রায়েলের হাইফায় জঙ্গি হামলার সন্দেহ। ছবি: এক্স (সাবেক টুইটার)।

জ়রায়েলের হাইফায় এক আততায়ীর হামলায় প্রাণ গেল এক জনের। আহত আরও অনেকে। সে দেশের পুলিশের সন্দেহ, আততায়ী কোনও জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত। তবে বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। ওই আততায়ীকে ‘খতম’ করা হয়েছে বলে দাবি পুলিশের।

Advertisement

‘টাইমস অফ ইজ়রায়েল’-এর প্রতিবেদন অনুযায়ী, হামলার ঘটনায় কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সি এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।

প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল হামলাকারী ছিল দু’জন। তাদের মধ্যে এক জন বন্দুক নিয়ে হামলা করে, অন্য জন ছুরি। তবে পুলিশ পরে জানায়, হামলাকারী এক জনই। ছুরি নিয়ে আচমকাই জনবহুল এলাকায় হামলা চালায়। ছুরির আঘাতে স্থানীয়েরাও আহত হন। জঙ্গি হামলা সন্দেহ করা হলেও এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। আহতদের মধ্যে দু’-এক জনের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement