Israel-Palestine Conflict

হামাস জঙ্গি সংগঠন: তারুর

কেরলের কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট’-এর অন্যতম জোট সঙ্গী ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল)। সেই দলটি আজ কোঝিকোড়ে প্যালেস্টাইনের সমর্থনে একটি জনসভার আয়োজন করেছিল।

Advertisement

সংবাদ সংস্থা

কোঝিকোড় শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ ০৮:৩৪
Share:

শশী তারুর। —ফাইল চিত্র।

প্যালেস্টাইনের সমর্থনে সভা। আর সেখানেই হামাসকে ‘জঙ্গি সংগঠন’ বলে উল্লেখ করে বসলেন শশী তারুর! কংগ্রেস সাংসদের এই মন্তব্যে বিতর্ক দানা বাঁধলেও শশীর দাবি, ‘‘আমার ৩২ মিনিটের বক্তৃতার ওই ২৫ সেকেন্ড নিয়েই সবাই আলোচনায় ব্যস্ত!’’

Advertisement

কেরলের কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট’-এর অন্যতম জোট সঙ্গী ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল)। সেই দলটি আজ কোঝিকোড়ে প্যালেস্টাইনের সমর্থনে একটি জনসভার আয়োজন করেছিল। অন্যতম বক্তা ছিলেন তিরুঅনন্তপুরমের সাংসদ শশী তারুর। তাঁর বক্তৃতায় প্রথমেই তারুর উল্লেখ করেন, কী ভাবে ইজ়রায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র ও বোমায় গাজ়া ভূখণ্ডে হাজার হাজার নারী ও শিশু নিহত হচ্ছে। কিন্তু একই সঙ্গে তিনি ৭ অক্টোবর ইজ়রায়েলে ‘জঙ্গি সংগঠন’ হামাসের হামলার কড়া সমালোচনাও করেন। তারুরের কথায়, ‘‘ইজ়রায়েল-হামাস সংঘর্ষকে শুধু মুসলিমদের উপরে আক্রমণ, এ ভাবে দেখা ঠিক হবে না। এটি সার্বিক ভাবে মানবাধিকার লঙ্ঘন। কারও ধর্ম পরিচয় জেনে বোমা পড়েনি। প্যালেস্টাইনে যে ১-২ শতাংশ খ্রিস্টান বসবাস করেন, এই সংঘর্ষে তাঁদেরও প্রাণ যাচ্ছে।’’

কংগ্রেস নেতার বক্তৃতার পরেই বিরোধীরা সমালোচনায় সরব হয়। সিপিএম নেতা এম স্বরাজ বলেন, ‘‘আইইউএমএল-এর মঞ্চ ব্যবহার করে তারুর আসলে ইজ়রায়েলকে সমর্থন জানালেন!’’ তারুর তাঁর বক্তব্যে যে এক বারের জন্যও ইজ়রায়েলকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’
বলে উল্লেখ করেননি, উল্টে প্যালেস্টাইনি সংগঠনকে ‘জঙ্গি’ আখ্যা দিয়েছেন, সে কথাও উল্লেখ করেন স্বরাজ। সিপিএম নেতার কথায়, ‘‘এমন তো নয়, তারুর যে সব শব্দ ব্যবহার করছেন, তাঁর অর্থ জানেন না।’’ ৭ অক্টোবর ইজ়রায়েলে হামাস হামলাকে তারুরের ‘জঙ্গি হানা’ আখ্যা দেওয়া প্রসঙ্গে স্বরাজের মন্তব্য, ‘‘৭ অক্টোবরের আগের ইতিহাস সম্পর্কে কগ্রেস নেতা ওয়াকিবহাল নন, তা তো হতে পারে না।’’

Advertisement

সমালোচনার মুখে পড়ে তারুর শুধু বলেছেন, ‘‘৩২ মিনিট ধরে বক্তৃতা দিয়েছি। তার মধ্যে ২৫ সেকেন্ড কী বলেছি, তাই নিয়েই সবাই ব্যস্ত হয়ে পড়লেন। প্যালেস্টাইনের মানুষের প্রতি আমার সমর্থন যদি এত সহজেই নস্যাৎ করে দেওয়া যায়, তা হলে সত্যিই কিছু বলার নেই!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন