মার্কিন মঞ্চে শিবরাম

এক প্রৌঢ় প্রেমে পড়েছেন। কলেজ পড়ুয়ার বন্ধুর কাছে প্রেমের পাঠ শিখে দুরু দুরু বুকে প্রেম নিবেদনে গিয়েছেন ভালবাসার মানুষের কাছে। কিন্তু সেই প্রৌঢ়ের পরিণতি দেখে দর্শকের প্রতিক্রিয়া কেমন হবে, সেটা মাথায় রেখে নিজেকে তৈরি করছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ০২:৩৭
Share:

অন্য-বেশে: একতা নাট্যগোষ্ঠীর এক কুশীলব। নিজস্ব চিত্র

এক প্রৌঢ় প্রেমে পড়েছেন। কলেজ পড়ুয়ার বন্ধুর কাছে প্রেমের পাঠ শিখে দুরু দুরু বুকে প্রেম নিবেদনে গিয়েছেন ভালবাসার মানুষের কাছে। কিন্তু সেই প্রৌঢ়ের পরিণতি দেখে দর্শকের প্রতিক্রিয়া কেমন হবে, সেটা মাথায় রেখে নিজেকে তৈরি করছেন।

Advertisement

আরেক জন স্বামী অতুলানন্দের পোষাকে নিজেকে কতটা মানানসই লাগবে, সে দিকে নজর দিচ্ছেন।

বাংলা নাটকের গৌরব ধরে রাখতে ও বাংলা সাহিত্যকে নতুনভাবে তুলে ধরতে এই খুঁটিনাটি নিয়ে ব্যস্ত বেশ কয়েক জন বাঙালি। কলকাতা থেকে কয়েক হাজার মাইল দূরে। কিন্তু শিকড়ের টানে বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে কাজ করছেন। তেরো বছর ধরে বাংলা নাটককে নতুনভাবে ভিনদেশের দর্শকের সামনে তুলে ধরার কাজ করছেন নিউ জার্সির একতা নামে একটি নাট্যগোষ্ঠী।

Advertisement

এ বার তাঁরা শিবরাম চক্রবর্তীর ‘ঈশ্বর, পৃথিবী, ভালবাসা’ উপন্যাসকে অবলম্বন করে নাটক মঞ্চস্থ করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন