নিহতদের স্মৃতীতে চলছে প্রার্থনা।
গির্জায় তখন চলছে রাতের প্রার্থনা। এর মধ্যেই আচমকা এলোপাথারি গুলি। মৃত্যু হল ন’জনের। বুধবার স্থানীয় সময় রাত ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে আমেরিকার দক্ষিণ ক্যারোলিনার চার্লসটনের একটি প্রাচীন গির্জায়। আততায়ীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
সংবাদ সংস্থা সূত্রের খবর, ওই দিন রাতে ধূসর পোশাকে এক যুবক গির্জার ভিতরে প্রবেশ করে। তাকে দেখে কারও সন্দেহ হয়নি। কিছু ক্ষণ পর হঠাত্ই ওই যুবক এলোপাথারি গুলি চালাতে শুরু করে। গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ন’জনের। আহত হন অনেকে।
আততায়ী ওই যুবকের খোঁজ পাওয়া না গেলেও ঘটনাস্থলে উপস্থিত আহত এক ব্যক্তির থেকে তার বিবরণ মিলেছে বলে দাবি পুলিশের। ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, বছর কুড়ির ওই যুবক নীল জিনস্ এবং ধূসর রঙের জামা পড়েছিল। পায়ে ছিল বুট। গির্জায় প্রবেশের সময় তার আচরণও খুব স্বাভাবিক ছিল। প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযয়ী ওই যুবকের স্কেচ তৈরি করেছে পুলিশ।
চলছে পুলিশি তল্লাশি।
এই ঘটনার কিছু পরে গির্জার কাছেই একটি এলাকায় বোমাতঙ্ক হয়। সঙ্গে সঙ্গেই ওই এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যায় পুলিশ। তবে তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু মেলেনি বলে জানিয়েছে পুলিশ।
চার্লসটনের পুলিশ জানিয়েছে, হেলিকপ্টার দিয়ে এলাকায় নজর রাখা হচ্ছে। খোঁজ চলছে ওই যুবকেরও।
ছবি: রয়টার্স।