Israel Iran Conflict

জেরুসালেম, তেল আভিভ লক্ষ্য করে পর পর ক্ষেপণাস্ত্র ইরানের! রাতে ইজ়রায়েলেরও আক্রমণ বৃদ্ধি, বাড়ছে সংঘাত

ইজ়রায়েলের সামরিকবাহিনী জানিয়েছে, শনিবার রাত থেকে রবিবার ভোরের মধ্যে পর পর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইরান থেকে। তার কোনওটির লক্ষ্য ছিল তেল আভিভ, কোনওটির রাজধানী জেরুসালেম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ০৮:১২
Share:

জেরুসালের এবং তেল আভিভ লক্ষ্য করে রাতভর ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে ইরান। —ফাইল চিত্র।

ইরান এবং ইজ়রায়েলের সংঘাতে রাতভর অশান্ত রইল পশ্চিম এশিয়া। জেরুসালেম এবং তেল আভিভ লক্ষ্য করে পর পর ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। পাল্টা ইজ়রায়েলও জবাব দিচ্ছে। শনিবার এবং রবিবারের মধ্যবর্তী রাতে দুই দেশের বিস্তীর্ণ অংশে ক্ষেপণাস্ত্র বর্ষিত হয়েছে। ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর। ইজ়রায়েলের দুই বড় শহরেই ইরানি গোলার ধাক্কায় অনেক বাড়িঘর ভেঙে পড়েছে। বেশ কয়েক জনের মৃত্যুর খবরও নিশ্চিত করেছে প্রশাসন। একই সঙ্গে ইরানের তেলের ভান্ডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইজ়রায়েল। এখনও পর্যন্ত বড়সড় কোনও ক্ষতির কথা স্বীকার করেনি সে দেশের সরকার। তবে রাতের হামলায় ইরানেও অনেকের মৃত্যু হয়েছে।

Advertisement

ইজ়রায়েলের সামরিকবাহিনী জানিয়েছে, শনিবার রাত থেকে রবিবার ভোরের মধ্যে পর পর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইরান থেকে। তার কোনওটির লক্ষ্য ছিল তেল আভিভ, কোনওটির রাজধানী জেরুসালেম। দুই শহরেই রবিবার ভোর থেকে সাইরেন বাজছে অনবরত। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, তেল আভিভের আকাশে বহু ক্ষেপণাস্ত্র দেখা গিয়েছে রাতভর, ভোরের দিকে যার পরিমাণ আরও বেড়ে যায়। একই সঙ্গে ইজ়রায়েল থেকেও প্রতিরোধকারী রকেট ছোড়া হচ্ছে। তবে তেল আভিভ এবং জেরুসালেমে বিস্ফোরণের শব্দে কান পাতা দায়।

প্রতিরোধ সত্ত্বেও বেশ কিছু ইরানি ক্ষেপণাস্ত্র ইজ়রায়েলের মাটিতে পড়েছে। একাধিক বাড়ি ভেঙে পড়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে। দেশের অ্যাম্বুল্যান্স কর্তৃপক্ষ উত্তর ইজ়রায়েলের একটি হামলায় তিন মহিলার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আহতের সংখ্যা অন্তত ১০ জন। ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চলছে। রাত আড়াইটে নাগাদ (স্থানীয় সময়) ইজ়রায়েলের সেনার তরফে জনগণকে সতর্ক করে দ্রুত আশ্রয়ে (শেল্টারে) যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সাড়ে ৩টের মধ্যে ইরানের হামলায় চার জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। জখমের সংখ্যা অন্তত ৩৬। রাতভর হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মধ্য ইজ়রায়েলে রাতেই ভেঙে পড়েছে একটি ১০তলা বাড়ি।

Advertisement

ইজ়রায়েলি গোলা রাতে গিয়ে পড়েছে ইরানেও। রাজধানী তেহরানের শাহরান তৈলভান্ডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইজ়রায়েল। ছবিতে দেখা গিয়েছে, তেলের ভান্ডার জ্বলছে। কালো ধোঁয়ায় ঢেকেছে রাতের আকাশ। যদিও ইরান জানিয়েছে, শাহরানে ইজ়রায়েলের ক্ষেপণাস্ত্র পড়লেও পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। এ ছাড়া, তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের ভবনে একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। তাতেও সামান্য কিছু ক্ষতি হয়েছে বলে দাবি। ইরানের সংবাদ সংস্থা তাসনিম রবিবার এই তথ্য জানিয়েছে।

ইরানের রেভলিউশনারি গার্ডের তরফে জানানো হয়েছে, রাতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মাধ্যমে নিশানা করা হয়েছিল ইজ়রায়েলের যুদ্ধবিমানের জ্বালানি উৎপাদনকেন্দ্র এবং বিভিন্ন বিদ্যুৎ পরিকাঠামোকে। আগামী দিনে আরও শক্তিশালী হামলার হুঁশিয়ারিও দিয়েছে ইরানের বাহিনী।

আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে সমঝোতা না করায় ইরানে হামলা চালিয়েছিল ইজ়রায়েল। তাতে ইরানের চার শীর্ষ সেনাকর্তা এবং ন’জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়। এর পরেই পাল্টা হামলা শুরু করে তেহরানও। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে ইজ়রায়েলের হামলার বিষয়ে তিনি আগে থেকেই জানতেন এবং এই হামলায় তাঁর সমর্থন রয়েছে। পরমাণু চুক্তি নিয়ে রবিবার ইরানের সঙ্গে আমেরিকার প্রতিনিধির যে বৈঠক হওয়ার কথা ছিল, ইজ়রায়েলের হামলার পর ইরান তা বাতিল করে দিয়েছে। এর পর থেকে সংঘাত আরও বেড়েছে দুই দেশের মধ্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement