নিহত ছয় পাক পুলিশ

পাক পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের সংঘর্ষে বৃহস্পতিবার ছ’জন পুলিশ নিহত হয়েছেন। জখম সাত জন। দুষ্কৃতীরা বেশ কয়েকজন পুলিশকে পণবন্দিও করে রেখেছে।

Advertisement
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৬ ০৩:২৬
Share:

পাক পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের সংঘর্ষে বৃহস্পতিবার ছ’জন পুলিশ নিহত হয়েছেন। জখম সাত জন। দুষ্কৃতীরা বেশ কয়েকজন পুলিশকে পণবন্দিও করে রেখেছে। ২৪ জন পণবন্দিকে নিয়ে একটি ডেরায় ঘাঁটি গেড়ে রয়েছে দুষ্কৃতীরা, এই খবর পেয়ে পঞ্জাব প্রদেশের একটি দ্বীপে হানা দিয়েছিল ১৬০০ পুলিশের দল। পুলিশের সন্দেহ, ওই দুষ্কৃতী দল খুন, ডাকাতি ও মুক্তিপণ নেওয়ার বিভিন্ন ঘটনায় জড়িত। তবে তাদের সঙ্গে কোনও জঙ্গি নেই বলেই ধারণা পুলিশের। পুলিশের দাবি, তাদের গুলিতে মারা গিয়েছে চার দুষ্কৃতী। আহত হয়েছে আট জন। সংঘর্ষ এখনও চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement