আশা দেখছে সাউথ ব্লকও

আজ সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের শীর্ষ বৈঠকের পরে বিবৃতি দিয়ে গোটা প্রক্রিয়াকে ইতিবাচক বলে স্বাগত জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। সেই সঙ্গে নাম না করে পাকিস্তানের সঙ্গে উত্তর কোরিয়ার পরমাণু এবং ক্ষেপণাস্ত্র সংযোগও যেন এ বার বন্ধ হয়, সেই বার্তাও দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ জুন ২০১৮ ০২:৫৩
Share:

ছবি:এএফপি।

ঐতিহাসিক বৈঠকের পরে স্বস্তিতে সাউথ ব্লক।

Advertisement

আজ সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের শীর্ষ বৈঠকের পরে বিবৃতি দিয়ে গোটা প্রক্রিয়াকে ইতিবাচক বলে স্বাগত জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। সেই সঙ্গে নাম না করে পাকিস্তানের সঙ্গে উত্তর কোরিয়ার পরমাণু এবং ক্ষেপণাস্ত্র সংযোগও যেন এ বার বন্ধ হয়, সেই বার্তাও দেওয়া হয়েছে।

এ দিনের বিবৃতিতে বলা হয়েছে, ‌‘‘আমরা আশা করছি, কোরিয়া উপদ্বীপের প্রস্তাবে ভারতের প্রতিবেশী অঞ্চলে পরমাণু অস্ত্র সম্প্রসারণের দিকটিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ব্যাপারে আমাদের উদ্বেগের বিষয়টি আশা করি মাথায় রেখেছেন রাষ্ট্রনেতারা।’’

Advertisement

এই পাকিস্তান-উত্তর কোরিয়া অক্ষ নির্মূল করার জন্য গত দেড় দশক ধরে অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে নয়াদিল্লি। আন্তর্জাতিক স্তরে কেন্দ্রীয় সরকার বারবার সরব হয়েছে পাকিস্তানের পরমাণু অস্ত্র সম্প্রসারণের উদ্যোগ নিয়ে। উত্তর কোরিয়ার কাছে বারবার পৌঁছনো হয়েছে বিভিন্ন বিষয়ে অনুদানের ডালি নিয়ে। বিদেশ মন্ত্রকের কর্তারা পিয়ংইয়্যাংকে এ কথাও বুঝিয়েছেন যে, পাকিস্তানের পরমাণু সম্প্রসারণে সহায়তা বন্ধ করলে আরও বেশি করে তাদের পাশে দাঁড়়াবে ভারত। কিন্তু এত সব চেষ্টা সত্ত্বেও বাস্তবে লাভ হয়নি কিছু।

এখন কিমের সঙ্গে ট্রাম্পের এই শান্তি-উদ্যোগ ভারতের জন্য কিছুটা আশার আলো তৈরি করেছে বলেই মনে করছে কূটনৈতিক শিবির। কোরিয়া উপদ্বীপ অঞ্চলে শান্তি এবং সুস্থিতি ফিরিয়ে আনার জন্য কূটনীতি আর আলাপ-আলোচনাই যে একমাত্র উপায়, এ কথা ধারাবাহিক ভাবে বলে এসেছে নয়াদিল্লি। আজ ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকের পর নিজেদের সেই অবস্থানকেই ফের তুলে ধরেছে ভারতের বিদেশ মন্ত্রক।

মন্ত্রকের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমরা আশা করছি আজ বৈঠকে যা আলোচনা হয়েছে তা দ্রুত বাস্তবায়িত হবে। এর ফলে কোরিয়া উপদ্বীপ অঞ্চলে স্থায়ী শান্তি এবং সুস্থিতির পথ প্রশস্ত হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন