Russia-Ukraine Conflict

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে কিম অস্ত্র ও সেনা পাঠাতে পারেন রাশিয়ায়, গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে দাবি দক্ষিণ কোরিয়ার

দক্ষিণ কোরিয়ার দাবি, জুলাই কিংবা অগস্ট মাসে ইউক্রেনের বিরুদ্ধে বড় হামলা করতে চলেছে রাশিয়া। তার আগে বন্ধু ভ্লাদিমির পুতিনকে অস্ত্র এবং সেনা পাঠিয়ে সাহায্য করতে পারেন কিম জং উন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ১৬:৪৯
Share:

(বাঁ দিক থেকে) কিম জং উন, ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জ়েলেনস্কি। —ফাইল চিত্র।

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করতে রাশিয়ায় অস্ত্র এবং সেনা পাঠাতে পারে উত্তর কোরিয়া। গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে এমনই জানাল দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসকে (এনআইএস) উদ্ধৃত করে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের সদস্য লি সিয়ং কিউন সংবাদমাধ্যমকে জানান, জুলাই কিংবা অগস্ট মাসে ইউক্রেনের বিরুদ্ধে বড় হামলা করতে চলেছে রাশিয়া। তার আগে বন্ধু ভ্লাদিমির পুতিনকে অস্ত্র এবং সেনা পাঠিয়ে সাহায্য করতে পারেন কিম জং উন।

Advertisement

গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের ওই প্রভাবশালী সদস্য দাবি করেছেন, রাশিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্য করার প্রতিদান হিসাবে উপগ্রহ প্রেরণের প্রযুক্তি হাতে পাবে কিমের দেশ। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাটি জানিয়েছে, কয়েক দিন আগেই রাশিয়ার এক নিরাপত্তা আধিকারিক উত্তর কোরিয়ায় গিয়েছিলেন। সেখানে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি।

প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরেই উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক বেশ মজবুত। কিম এবং পুতিন দু’জনেই একে অপরের দেশে সফরে গিয়েছেন। গত বছর উত্তর কোরিয়া সফরে গিয়ে কিমের সঙ্গে কৌশলগত সার্বিক অংশীদারি চুক্তি সই করেন পুতিন। তবে এই দুই দেশের নিবিড় সখ্য ভাল চোখে দেখছে না দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া বার বারই দাবি করে এসেছে যে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাকে ব্যবহার করছে রাশিয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement