Kim Jong Un

কিম জং উন কি অসুস্থ, জল্পনা তুঙ্গে

প্রথম সারির ওই মার্কিন চ্যানেলটি নিজেদের দেশের গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, খুব সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়েছে কিমের।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২০ ০৪:৪৩
Share:

কিম জং উন।—ছবি রয়টার্স।

দাদুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে দেখা যায়নি তাঁকে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেই সরকারি অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতি থেকেই শুরু হয়েছিল জল্পনা। উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের শরীর কি তবে ভাল নেই? আমেরিকার একটি সংবাদমাধ্যম সেই দাবিই করল অবশেষে।

Advertisement

প্রথম সারির ওই মার্কিন চ্যানেলটি নিজেদের দেশের গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, খুব সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়েছে কিমের। তার পর থেকেই মধ্য তিরিশের এই স্বৈরাচারী নেতার শরীর ভাল যাচ্ছে না। ওই চ্যানেলের দাবি অনুযায়ী, কিমের শারীরিক অবস্থা বেশ সঙ্কটজনক। পিয়ংইয়্যাংয়ের মাত্র কয়েক জন প্রথম সারির সরকারি আধিকারিকই এ খবর জানেন বলে জানিয়েছে ওই মার্কিন চ্যানেল। তারা আরও জানিয়েছে, উত্তর কোরিয়ার সাধারণ মানুষের কাছেও কিমের গুরুতর অবস্থার খবর পৌঁছয়নি। তবে হোয়াইট হাউস এ নিয়ে কোনও মন্তব্যই করেনি।

গত ১৫ এপ্রিল ছিল কিমের দাদু তথা দেশের প্রতিষ্ঠাতা কিম দ্বিতীয় সাংয়ের জন্মদিন। প্রতি বছর ধুমধাম করে উৎসব পালিত হয় ওই দিন। কিন্তু এ বার সেই অনুষ্ঠানে হাজির ছিলেন না স্বয়ং কিমই। যদিও এ বছর মাত্র সাত দিনের ব্যবধানে মোট ১৭টি অনুষ্ঠানে দেখা গিয়েছিল কিমকে। তবে নিজের দাদুর জন্মদিনে তাঁর অনুপস্থিতি নিয়ে জল্পনা বাড়তে থাকে।

Advertisement

দক্ষিণ কোরিয়ার একটি ওয়েবসাইটের অবশ্য দাবি, কিমের অবস্থা ততটাও গুরুতর নয়। দেশের যাবতীয় কার্যকলাপ গোপন রাখতেই পছন্দ করেন কিম। এই অবস্থায় দক্ষিণ কোরীয় ওয়েবসাইটটির কাজই হল পিয়ংইয়্যাংয়ের ভিতরের খবর বার করা। ওই ওয়েবসাইট সূত্রে খবর, কিমের হৃৎপিণ্ডে একটি অস্ত্রোপচার হয়েছে ঠিকই, তবে তিনি এখন সুস্থই আছেন। করোনা সংক্রমণের কারণে উত্তর কোরিয়ায় আপাতত সরকারি অনু্ষ্ঠানে রাশ টানা হয়েছে। কিছু সরকারি আধিকারিক ছাড়া অনুষ্ঠানে কেউই অংশ নিচ্ছেন না। দক্ষিণ কোরিয়ার সংহতি মন্ত্রকও জানিয়েছে, একটি অনুষ্ঠান থেকেই এত কিছু জল্পনা করা ঠিক হচ্ছে না।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন