Israel-Hamas Conflict

যুদ্ধবিরতি: ধন্দ চলছেই

এ দিন প্যালেস্টাইনের এক সূত্রের তরফে জানানো হয়েছে, ইজ়রায়েল হামাসকে যে জায়গাগুলি ছেড়ে দিতে বলেছে তা ছাড়তে নারাজ হামাস।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ০৬:৩০
Share:

—ফাইল চিত্র।

হামাস-ইজ়রায়েল যুদ্ধবিরতির পরোক্ষ আলোচনা নিয়ে চর্চা বিশ্ব জুড়ে। তবে আমেরিকার প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি আদৌ বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে সংসয়ে নানা মহল।

এ দিন প্যালেস্টাইনের এক সূত্রের তরফে জানানো হয়েছে, ইজ়রায়েল হামাসকে যে জায়গাগুলি ছেড়ে দিতে বলেছে তা ছাড়তে নারাজ হামাস। ইজরায়েলের প্রস্তাব অনুযায়ী যদি হামাস জমি ছেড়ে দেয়, তা হলে দক্ষিণ গাজ়ায় অবস্থিত রাফার বড় এলাকা-সহ উত্তর এবং পূর্ব গাজ়ার বিস্তীর্ণ অঞ্চল (অন্তত ৪০ শতাংশ) ইজ়রায়েলি দখলে চলে আসবে। তাদের মতে, মানবিক কারণে গাজ়াবাসীকে যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার নামে আসলে পাকাপাকি ভাবে অন্যত্র সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইজ়রায়েল। প্যালেস্টাইনের ওই সূত্রের আরও দাবি, আমেরিকা এ বিষয়ে হস্তক্ষেপ করলে এই সমস্যার সমাধান হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন