আইএস প্রধান আবু বকর অল বাগদাদি বেঁচেই আছেন বলে জানাল আমেরিকা। পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেন, ‘‘বাগদাদি বেঁচে আছেন বলেই মনে করি। তাঁর গতিবিধি জানার চেষ্টা করছি।’’ ক’বার মার্কিন বিমানহানায় বাগদাদির মৃত্যুর খবর রটেছিল। কিন্তু ইরাকে আইএসের অন্যতম ঘাঁটি মসুল রক্ষার জন্য জঙ্গিদের উদ্দেশে একটি অডিও বার্তা প্রচার করেন তিনি। তবে বাগদাদি
মসুলেই কি না, তা স্পষ্ট নয়।