ভারতীয় যুবক হত মার্কিন মুলুকে

বন্দুকবাজের গুলিতে আমেরিকায় ফের প্রাণ হারালেন এক ভারতীয় যুবক। শুক্রবার ওয়াশিংটন প্রদেশের ইয়াকিমা সিটির ঘটনা।

Advertisement

ওয়াশিংটন

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৭ ০৩:৩১
Share:

বন্দুকবাজের গুলিতে আমেরিকায় ফের প্রাণ হারালেন এক ভারতীয় যুবক। শুক্রবার ওয়াশিংটন প্রদেশের ইয়াকিমা সিটির ঘটনা।

Advertisement

ওই যুবকের নাম বিক্রম জরিওয়াল (২৬)। তিনি পঞ্জাবের বাসিন্দা। মাসখানেক আগে ইয়াকিমায় একটি পেট্রোল পাম্প লাগোয়া দোকানে কর্মচারী হিসেবে যোগ দেন তিনি। পুলিশ জানিয়েছে, মুখোশ-পরা দুই আততায়ী ওই দোকানে হানা দেয়। তবে দুষ্কৃতীদের হাতে টাকার বাক্স তুলে দিলেও বিক্রমকে ছাড়েনি তারা। যাওয়ার আগে যুবককে গুলি করে দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে গিয়েও তাঁকে বাঁচানো যায়নি। মৃত্যুর আগে পুলিশের কাছে সব ঘটনা জানিয়েছেন বিক্রম। প্রাথমিক ভাবে এটি ডাকাতির ঘটনা বলে মনে করছে পুলিশ। তবে বিক্রমকে কেন গুলি করা হল, সেই নিয়ে ধন্দ রয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ভাইয়ের দেহ দেশে ফিরিয়ে আনতে শুক্রবার টুইটারে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে আবেদন জানান বিক্রমের দাদা। কিছু দিন আগে জাতিবিদ্বেষের জেরে কানসাস প্রদেশে এক প্রাক্তন মার্কিন নৌসেনার গুলিতে খুন হন ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলা। কয়েক দিনের ব্যবধানে সাউথ ক্যারোলিনায় খুন হন প্রবাসী ব্যবসায়ী হার্নিশ পটেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement