International news

বিমানের মধ্যে মানুষের হৃদপিণ্ড! আতঙ্কিত যাত্রীরা

বিমানের মধ্যে মানুষের হৃদপিণ্ড! তা দেখতে পেয়েই তড়িঘড়ি মুখ ঘুরিয়ে ফিরে এল ক্যালিফোর্নিয়াগামী একটি বিমান। বৃহস্পতিবারের ঘটনা।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮ ১৮:০৬
Share:

প্রতীকী ছবি।

বিমানের মধ্যে মানুষের হৃদপিণ্ড! তা দেখতে পেয়েই তড়িঘড়ি মুখ ঘুরিয়ে ফিরে এল ক্যালিফোর্নিয়াগামী একটি বিমান। বৃহস্পতিবারের ঘটনা।

Advertisement

প্রথমে যাত্রীদের মধ্যে মানুষের হৃদপিণ্ড ঘিরে আতঙ্ক তৈরি হলেও পরে জানা যায়, ওয়াশিংটনের একটি হাসপাতালে পৌঁছনোর কথা ছিল ওই হৃদপিণ্ড। কিন্তু ভুলবশত তা বিমানেই থেকে যায়।

ওই বিমানটি সিয়াটল থেকে ক্যালিফোর্নিয়া যাচ্ছিল। বিমান যখন মাঝ আকাশে তখনই বিমান কর্মীদের নজরে পড়ে হৃদপিণ্ডটি। একটি বাক্সের মধ্যে সংরক্ষিত ছিল ছিল সেটি। এরপরই বিমানকর্মীরা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কথা বলে বিমানের মুখ ঘোরানোর সিদ্ধান্ত নেন।

Advertisement

আরও পড়ুন: পাক জেলে শাস্তির মেয়াদ কাটিয়েও ফিরতে পারছেন না হামিদ

কিন্তু যে মুহূর্তে বিমানের অভিমুখ ঘুরিয়ে সিয়াটল ফেরার কারণ ঘোষণা করেন বিমানকর্মীরা, যাত্রীদের মধ্যে ‘মানুষের হৃদযন্ত্র’ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অবশ্য যাত্রীরা বুঝতে পেরেছেন এবং এমন সিদ্ধান্তে বিমানকর্মীদের সহযোগিতা করেছেন।

আরও পড়ুন: কাপড় সেলাই করে ‘২৮ কোটি’র সম্পত্তি! রত্নার বিপদ বাড়াচ্ছে শোভন-বৈশাখীর দেওয়া নথি

সূত্রের খবর, ওই হৃদযন্ত্রটি নির্দিষ্ট কোনও ব্যক্তির হৃদযন্ত্র প্রতিস্থাপনের জন্য ছিল না। সিয়াটলের একটি হাসপাতালে চিকিৎসকের কাছে পাঠানোর কথা ছিল। যে সংস্থা সেটা পাঠানোর দায়িত্বে ছিল, তাদের সঙ্গে যোগাযোগ করেন বিমান কর্তৃপক্ষ। সিয়াটলে ফিরে হৃদযন্ত্রটি ওই সংস্থার হাতে তুলে দেন বিমানকর্মীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন