international news

ইটালির বড় দুই শহরে ডিসেম্বরেই ঢুকেছিল কোভিড, দাবি গবেষণার

ওই দুটি শহরের নিকাশির জল পরীক্ষা করে এই তথ্য পেয়েছে ইটালির ন্যাশনাল হেল্থ ইনস্টিটিউট আইএসএস।

Advertisement

সংবাদ সংস্থা

রোম শেষ আপডেট: ১৯ জুন ২০২০ ১৭:১৫
Share:

ইটালিতে ডিসেম্বরেই ঢুকেছিল কোভিড? ছবি- এপি।

গত ডিসেম্বরেই ইটালির বড় দু’টি শহর মিলান আর ট্যুরিনে ঢুকে পড়েছিল কোভিড-১৯ ভাইরাস। ইটালিতে সরকারি ভাবে কোভিড আক্রান্তের খবর ঘোষণার মাসদু’য়েক আগেই। ইটালিতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে সাড়ে ৩৪ হাজার মানুষের।

Advertisement

ওই দুটি শহরের নিকাশির জল পরীক্ষা করে এই তথ্য পেয়েছে ইটালির ন্যাশনাল হেল্থ ইনস্টিটিউট আইএসএস। গবেষকরা দেখেছেন, গত ডিসেম্বরে মিলান ও ট্যুরিন শহরের নিকাশির জলে ছিল কোভিড-১৯ ভাইরাসের কিছু জিন। বোলোগনা শহরের নিকাশি জলে কোভিডের জিন পেয়েছেন গবেষকরা জানুয়ারিতে।

আইএসএস-এর গবেষকদের বিবৃতির ভিত্তিতে শুক্রবার সংবাদসংস্থা এএফপি এই খবর দিয়েছে। গবেষকরা জানিয়েছেন, ইটালিতে কী ভাবে করোনা সংক্রমণ শুরু হল, এই ফলাফল তা বুঝতে সাহায্য করবে।

Advertisement

ইটালির গবেষকরা মিলান ও ট্যুরিন শহরদু’টির মোট ৪০টি জায়গা থেকে নিকাশি জলের নমুনা সংগ্রহ করেছিলেন। গত বছরের অক্টোবর থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। তাতে দেখা গিয়েছে, ডিসেম্বরের ১৮ তারিখে মিলান ও ট্যুরিন শহর থেকে নিকাশি জলের যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, তাতে ছিল কোভিডের কিছু জিন। আর ২৯ জানুয়ারি বোলোগনা শহর থেকে যে নিকাশি জলের নমুনা পেয়েছিলেন গবেষকরা, তাতেও মিলেছে কোভিডের কিছু জিন।

আরও পড়ুন- দ্বিতীয় দিনের বৈঠকও নিষ্ফল, লাদাখে জোর বাড়াচ্ছে চিন

আরও পড়ুন- সামরিক, কূটনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে চিনকে পিছু হটানোর চেষ্টায় ভারত​

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় দাবি করা হয়েছিল, কোনও শহরে করোনা সংক্রমণ শুরু হয়েছে কি না বা তা কত দিনের মধ্যে শুরু হতে যাচ্ছে, সেই শহরের নিকাশির জল পরীক্ষা করেই তা আগেভাগে জানা যেতে পারে।

ইটলিই ইউরোপের প্রথম দেশ, যেখানে শুরু হয়েছিল করোনা সংক্রমণ। সরকারি ভাবে যার খবর ঘোষণা হয়েছিল ফেব্রুয়ারির মাঝামাঝি। করোনা সংক্রমণ ঠেকাতে বিশ্বে প্রথম ইটালিতেই শুরু হয়েছিল লকডাউন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন