চিন নয়, আমেরিকার প্রতি দায়বদ্ধ গুগল: ট্রাম্প

সুন্দর পিচাইয়ের সঙ্গে বৈঠকের পরই টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প লিখেছেন, গুগলের প্রেসিডেন্ট সুন্দর পিচাইয়ের সঙ্গে বৈঠক হল। তিনি খুব ভাল কাজ করছেন।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৯ ১৬:১৭
Share:

গুগলের সিইও সুন্দর পিচাই। ছবি- সংগৃহীত।

চিন নয়, তাঁর সম্পূর্ণ দায়বদ্ধতা মার্কিন সেনাবাহিনীর প্রতিই। গুগলের সিইও সুন্দর পিচাই সম্পর্কে নিজের পূর্বের অবস্থান বদলে এমনই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

গতকাল, বুধবার পিচাইয়ের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকের পরই টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প লিখেছেন, ‘গুগলের প্রেসিডেন্ট সুন্দর পিচাইয়ের সঙ্গে বৈঠক হল। তিনি খুব ভাল কাজ করছেন। পিচাই দৃঢ়ভাবে বলেছেন, চিনা সেনাবাহিনীর প্রতি নয়, তাঁর দায়বদ্ধতা মার্কিন সেনাবাহিনীর প্রতি।’ পাশাপাশি, রাজনৈতিক স্বচ্ছতা নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প।

গুগলের তরফে বলা হয়েছে, ‘ভবিষ্যতে আমেরিকার কর্মী বাহিনী নিয়োগ ও ক্রমবর্ধমান প্রযুক্তিতে বিনিয়োগ এবং যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে কাজের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন। এ বিষয়ে তারা সন্তুষ্ট বলেও গুগলের তরফে জানানো হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, এতদিন গুগলের বিরুদ্ধে একাধিক অভিযোগ শোনা যেত ট্রাম্পের মুখ থেকে। সংস্থাটি ‘পক্ষপাতদুষ্ট, রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত’ বলে গুগলের বিরুদ্ধে তোপ দেগেছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। চিনে তাদের ব্যবসার বিষয়েও প্রশ্ন তুলেছিলেন রিপাবলিকানরা। এই সব নিয়েই মার্কিন পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের বিচার বিভাগীয় কমিটির প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল গুগলের চিফ এগজ়িকিউটিভ সুন্দর পিচাইকে। অবশেষে বুধবার পিচাইয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পরই ছবিটা পুরোপুরি পাল্টে গেল।

আরও পড়ুন: মাসুদ আজহারকে কালো তালিকাভুক্ত করতে রাষ্ট্রপুঞ্জে নয়া পদক্ষেপ আমেরিকার

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক বিরোধ, আন্তর্জাতিক সংঘর্ষ- সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর জানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন