Serial Killer

জয়নাব কাণ্ডে ধৃত যুবক কি সিরিয়াল কিলার?

সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। বছর চব্বিশের ওই যুবকের নাম ইমরান আলি। তদন্তকারীদের অনুমান, ধৃত ইমরান এক জন সিরিয়াল কিলার। বাকি খুনগুলোও সে করেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে।

Advertisement

সংবাদ সংস্থা

লাহৌর শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৮ ১৬:৩২
Share:

শিশু জয়নাবকে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছিল গোটা পাকিস্তান। এপি-র ফাইল চিত্র।

পাকিস্তানের কাসুরে একটি সাত বছরের শিশুকে ধর্ষণ করে খুন করা হয়। জয়নাব আনসারি নামে ওই শিশুর পর আরও দুই শিশুর দেহ একই রকম ভাবে কাসুর থেকে উদ্ধার হয়েছিল। মঙ্গলবার ওই ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করে লাহৌর পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। বছর চব্বিশের ওই যুবকের নাম ইমরান আলি। পুলিশি জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করেছে সে। পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, জেরায় ইমরান ধর্ষণ করে খুনের কথা স্বীকার করেছে। জয়নাবের শরীরের নমুনা এবং ইমরানের ডিএনএ পরীক্ষাতেও প্রমাণ মিলেছে। তদন্তকারীদের অনুমান, ধৃত ইমরান এক জন সিরিয়াল কিলার। বাকি খুনগুলোও সে করেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে।

দিন চারেক নিখোঁজ থাকার পর গত ১০ জানুয়ারি একটি আবর্জনার স্তূপ থেকে জয়নাবের দেহ উদ্ধার হয়। গত এক বছরে ওই জেলায় ধর্ষণ করে ১২টি খুনের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। জয়নাব খুনের পর প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখান হাজার হাজার মানুষ। প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে গোটা পঞ্জাব প্রদেশ। পুলিশ-জনতা সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়।

Advertisement

আরও পড়ুন: ধর্ষণ করে খুন আট বছরের শিশু, বিক্ষোভে উত্তাল পাকিস্তান

বিচার চেয়ে মেয়ে কোলে উপস্থাপিকা

ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন, তেহরিক-ই-ইনসাফের প্রধান তথা পাক ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইমরান খান, প্রাক্তন পাক-প্রসিডেন্ট পারভেজ মুশারফ-সহ শোয়েব মালিক, মহম্মদ হাফিজের মতো ক্রিকেটাররাও। অভিনব ভাবে প্রতিবাদ জানিয়েছিলেন পাক টিভি চ্যানেল ‘সমা’র উপস্থাপিকা কিরন নাজ। খবর পড়ার সময় তিনি নিজের ছোট্ট মেয়েকে কোলে নিয়ে পর্দায় হাজির হয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন