International news

অস্ট্রেলিয়ায় বিমান ধ্বংসের ছক বানচাল, ধৃত ৪ জঙ্গি

সন্ত্রাসবাদীরা অস্ট্রেলিয়ার বড়সড় হামলা চালাতে পারে, সে খবর বেশ কয়েক দিন ধরেই গোয়েন্দাদের কাছে ছিল। সম্প্রতি গোয়েন্দারা জানতে পারেন, সিডনি বিমানবন্দরকে টার্গেট করেছে জঙ্গিরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৭ ১১:৪০
Share:

ফাইল চিত্র।

গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় সন্ত্রাসবাদী হামলার ছক ভেস্তে দিল পুলিশ। রক্ষা পেল অস্ট্রেলিয়ার একটি বিমান। রবিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এ কথা জানিয়েছেন। শনিবার সিডনি থেকে সন্দেহভাজন চার সন্ত্রাসবাদীকে গ্রেফতারও করেছে সিডনি পুলিশ।

Advertisement

টার্নবুল এ দিন জানান, সন্ত্রাসবাদীরা অস্ট্রেলিয়ার বড়সড় হামলা চালাতে পারে, সে খবর বেশ কয়েক দিন ধরেই গোয়েন্দাদের কাছে ছিল। সম্প্রতি গোয়েন্দারা জানতে পারেন, সিডনি বিমানবন্দরকে টার্গেট করেছে জঙ্গিরা। বিমানবন্দরের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। বিমানবন্দরের আশেপাশের এলাকায় তল্লাশি চালানোর সময়ই ওই চারজন সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: নাপসন্দ প্রেসিডেন্ট ট্রাম্প, বিচ্ছেদ চান স্কারামুচির স্ত্রী

Advertisement

কোন জঙ্গি গোষ্ঠী এই পরিকল্পনা করেছিল তা এখনও জানা যায়নি। পুলিশের তরফে এটাও বলা হয়নি, কী ভাবে বিমানবন্দরের মতো হাই সিকিউরিটি এলাকায় বিমান ধ্বংসের পরিকল্পনা করেছিল জঙ্গিরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন