Taliban 2.0

Taliban: যুদ্ধবিমানের অভিনব ব্যবহার! দোল খাচ্ছেন তালিবরা

বৃহস্পতিবার এক সাংবাদিকের ক্যামেরায় এমনই ভিডিয়ো ধরা পড়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩৩
Share:

পর পর সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে আফগান যুদ্ধবিমান। তারই একটিকে দারুণ ভাবে কাজে লাগালেন তালিবরা। একটি যুদ্ধবিমানের ডানায় দড়ি ঝুলিয়ে দোলনা বানিয়ে ফেললেন তাঁরা। তারপর তাতে চেপে আনন্দে দোল খেতে লাগলেন। একজন দোল খেলেন আর একজন দোল দিলেন এবং বাকি কয়েকজন দাঁড়িয়ে উপভোগ করলেন। বৃহস্পতিবার এক সাংবাদিকের ক্যামেরায় এমনই ভিডিয়ো ধরা পড়েছে। আদিত্য রাজ কৌল নামে ওই সাংবাদিক ভিডিয়োটি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল। বন্দুক উঁচিয়ে থাকা তালিবদের এমন ছবি সচরাচর চোখে পড়ে না।

Advertisement

যুদ্ধবিমানগুলি আফগান বায়ু সেনার এএন৩২। কয়েক বছর আগে অবসর নিয়েছে। ফলে তারপর থেকে এই এয়ারফিল্ডে এ ভাবেই পড়ে রয়েছে।

সাংবাদিকের ওই ভিডিয়োর নীচে নানা মন্তব্য ভেসে এসেছে। কেউ তালিবদের শিম্পাঞ্জির সঙ্গে তুলনা করেছেন। কেউ আবার তাঁদের প্রতি সহানুভূতি দেখিয়ে লিখেছেন, ‘ওরা আসলে শৈশব পায়নি, ছোটবেলাতেই হাতে বন্দুক ধরিয়ে দেওয়া হয়েছিল ওদের।’ আর একজন আবার সকলকে সাবধান করে লিখেছেন, ‘এদের নিয়ে হাস্যকর মন্তব্য করার আগে একবার ভাবুন। কারণ যিনি দুলছেন তিনিই হয়তো ভবিষ্যতের মন্ত্রী।’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন