Tarique Rahman

বাবার স্মৃতিসৌধে তারেক, বিক্ষোভ

যাত্রাপথে তারেককে ঘিরে ছিল অনুগামীদের ঢল। সকাল থেকে বাসভবনের সামনেও কর্মী-সমর্থকেরা আসছিলেন তাঁকে দেখার আশা নিয়ে। ছিল কড়া নিরাপত্তার আয়োজন। শনিবার ইনকিলাব মঞ্চের নিহত নেতা ওসমান হাদির কবর দেখতে যাওয়ার কথা তারেকের।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ০৮:৩১
Share:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। — ফাইল চিত্র।

১৭ বছর নির্বাসনে কাটিয়ে, ভোটের প্রাক্কালে গত কাল লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর মা, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’র পাশেই ১৯৬ নম্বর গুলশান অ্যাভিনিউয়ের বাড়িটি প্রস্তুত রাখা ছিল তারেকের জন্য। সেখানেই রাতটা কাটিয়েছেন তিনি। বুলেটরোধী বাসে আজ বিকেলে সেখান থেকে যান জিয়া উদ্যানে। মায়ের আরোগ্য কামনা এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহতদের স্মৃতিতে প্রার্থনা করেন। তার পরে হেঁটে যান তাঁর বাবা, প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির সামনে। প্রার্থনা করেন। কিছু ক্ষণ একা চুপচাপ দাঁড়ান। চোখের জল মুছতে দেখা যায় তাঁকে। মিনিট দশেক ছিলেন সেখানে। তার পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রওনা হন। সূর্যাস্তের আগে পৌঁছতে না পারায় সেখানে তাঁর হয়ে বিএনপি নেতৃত্ব ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুক্তিযুদ্ধের নিহতদের স্মৃতিতে।

আজও পুরো যাত্রাপথে তারেককে ঘিরে ছিল অনুগামীদের ঢল। সকাল থেকে বাসভবনের সামনেও কর্মী-সমর্থকেরা আসছিলেন তাঁকে দেখার আশা নিয়ে। ছিল কড়া নিরাপত্তার আয়োজন। শনিবার ইনকিলাব মঞ্চের নিহত নেতা ওসমান হাদির কবর দেখতে যাওয়ার কথা তারেকের। আজ হাদিকে খুনের বিচারের দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে ইনকিলাব মঞ্চ। হাদির সমর্থকেরা এ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুক্রবারের নমাজ়ের পরে মিছিল বার করেন। ওঠে ভারত-বিরোধী স্লোগান।

গত কাল ঢাকার আদাবর এলাকার একটি হোটেল থেকে হিমন রহমান শিকদার নামে এক যুবককে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের কথা আজ জানিয়েছে পুলিশ। দাবি করা হয়েছে, যুব লীগের কর্মী বলে পরিচিত হিমন হাদি হত্যায় অন্যতম অভিযুক্ত আলমগীরশেখের সহযোগী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন