বন্ধুর ধর্ষণ লাইভ স্ট্রিমিং করল কিশোরী!

চোখের সামনে এক বন্ধুর যৌন হেনস্থা হতে দেখলে আর এক বন্ধুর স্বাভাবিক প্রতিক্রিয়া কী হওয়া উচিত্? ক্ষোভে ফে‌টে পড়া? বন্ধুকে বাঁচানোর চেষ্টা? কিন্তু সে সব কোনও কিছু না করে যদি বন্ধুর উপর যৌন হেনস্থার ছবি কেউ ভিডিও তুলে সরাসরি সম্প্রচার করে? সব ভাবনাকে ওলট পালট করে সেই অদ্ভুত নির্মম আচরণের সাক্ষি থাকল মার্কিন যুক্তরাষ্ট্র। ওহাইয়োর এক টিন এজার একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করে বন্ধুর ধর্ষণের লাইভ স্ট্রিমিং করল!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৬ ১৪:১১
Share:

চোখের সামনে এক বন্ধুর যৌন হেনস্থা হতে দেখলে আর এক বন্ধুর স্বাভাবিক প্রতিক্রিয়া কী হওয়া উচিত্? ক্ষোভে ফে‌টে পড়া? বন্ধুকে বাঁচানোর চেষ্টা? কিন্তু সে সব কোনও কিছু না করে যদি বন্ধুর উপর যৌন হেনস্থার ছবি কেউ ভিডিও তুলে সরাসরি সম্প্রচার করে? সব ভাবনাকে ওলট পালট করে সেই অদ্ভুত নির্মম আচরণের সাক্ষি থাকল মার্কিন যুক্তরাষ্ট্র। ওহাইয়োর এক টিন এজার একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করে বন্ধুর ধর্ষণের লাইভ স্ট্রিমিং করল!

Advertisement

১৮ বছরের মারিনা লোনিনা তার ১৭ বছরের বন্ধুর সঙ্গে কলম্বাসের বাসিন্দা ২৮ বছরের রেমন্ড গেটসের বাড়ি আড্ডা দিতে গিয়েছিল। সেখানেই মারিনার ১৭ বছরের সেই বন্ধুকে যৌন হেনস্থা করে গেটস। অভিযোগ, সেই নৃশংসতার লাইভ স্ট্রিমিং করে মারিনা।

আরও পড়ুন-ইউক্রেনের মেডিক্যাল কলেজে খুন দুই ভারতীয় ছাত্র, ছুরিবিদ্ধ আরও ১

Advertisement

এই ঘটনার আগের দিন নিগৃহীতার অজান্তেই তাঁর কিছু ব্যক্তিগত ছবি তোলে মারিনা ও গেটস। নিগৃহীতার এক বন্ধু সেই ছবি দেখতে পেয়েই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

গেটস এবং লোনিনা, দু’জনেই আপাতত পুলিশের হেফাজতে। তাদের বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ ও যৌন নৃশংসতার অভিযোগ দায়ের করা হয়েছে।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement