International

এক জন কিশোরীকে দু’বছরে এক হাজার পুরুষের শয্যাসঙ্গীনী হতে হয়!

বাবা, মায়ের সঙ্গে বনিবনা না হওয়ায় বছর চোদ্দর কিশোরীটি বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল বছরতিনেক আগে। রাস্তায় ঘুরতে ঘুরতে পড়ে গিয়েছিল একটি কুচক্রের খপ্পরে। তারাই কিশোরীটিকে নিয়ে গিয়েছিল ওই মোটেলে। যেখানে দিন নেই, রাত নেই সকলের চোখের সামনেই রমরমিয়ে চলে যৌন ব্যবসা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৭ ২১:০৬
Share:

ফিলাডেলফিয়ার সেই মোটেল।

বাবা, মায়ের সঙ্গে বনিবনা না হওয়ায় বছর চোদ্দর কিশোরীটি বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল বছরতিনেক আগে। রাস্তায় ঘুরতে ঘুরতে পড়ে গিয়েছিল একটি কুচক্রের খপ্পরে। তারাই কিশোরীটিকে নিয়ে গিয়েছিল ওই মোটেলে। যেখানে দিন নেই, রাত নেই সকলের চোখের সামনেই রমরমিয়ে চলে যৌন ব্যবসা। অভিযোগ, একেকটা কিশোরীকে বছরদু’য়েকের মধ্যে অন্তত এক হাজার পুরুষের শয্যাসঙ্গীনী হতে হয়। হতে বাধ্য করা হয়, দু’বেলা, দু’মুঠো খাওয়ার জন্য। রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে এমন হাজার হাজার কিশোরীকে ওই মোটেলে আটকে রাখা হয়। তাদের বাধ্য করা হয় মোটেলের খদ্দেরদের তুষ্ট করার জন্য। উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ায় রাস্তার পাশের একটি মোটেল- ‘রুজভেল্ট ইন’-এ এই ব্যবসা চলছে রমরমিয়ে। সকলের চোখের সামনেই। ওই কিশোরী সম্প্রতি একটি মামলা দায়ের করেছেন ওই মোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

Advertisement

মোটেলের মালিক যজ্ঞ পটেল বলেছেন, ‘‘মামলার নথিপত্র এখনও হাতে পাইনি। তবে আমরা খদ্দেরদের শুধু ঘর ভাড়া দিই। আর বড় কোনও গন্ডগোল হলে তাঁদের মোটেল ছেড়ে দিতে বলি।’’

আমেরিকার ‘ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং হটলাইন’ জানাচ্ছে, ২০০৭ থেকে ২০১৫ সালের মধ্যে হোটেল ও মোটেলগুলিতে এমন যৌন ব্যবসার ১, ৪২৪টি ঘটনা নথিভুক্ত হয়েছে। যার শিকার হয়েছেন ১,৮৬৭ জন কিশোরী।

Advertisement

আরও পড়ুন- ভিনগ্রহে প্রাণ আছে, প্রমাণ এক বছরেই, দাবি বিজ্ঞানীর


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement