মার্কিন গোয়েন্দা প্রধানের অ্যাকাউন্ট হ্যাক করল কিশোর

সিআইএ ডিরেক্টরের পর ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর। ফের ইমেল অ্যকাউন্ট হ্যাক করে, গুরুত্বপূর্ণ নথিপত্র ফাঁস করে দিয়ে, রাতের ঘুম কেড়ে নিয়েছে এক কিশোর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৬ ১৭:৫১
Share:

সিআইএ ডিরেক্টরের পর ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর। ফের ইমেল অ্যকাউন্ট হ্যাক করে, গুরুত্বপূর্ণ নথিপত্র ফাঁস করে দিয়ে, রাতের ঘুম কেড়ে নিয়েছে এক কিশোর।

Advertisement

মাস দুয়েক আগে সিআইএ ডিরেক্টর জন ব্রেনানের ইমেল হ্যাক হয়েছিল। মার্কিন গোয়েন্দা দফতর সূত্রে এ বার স্বীকার করা হল, ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর জেমস ক্ল্যাপারের ব্যাক্তিগত ইমেলও হ্যাক করা হয়েছে সম্প্রতি। ডিএনআই (ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স) মুখপাত্র ব্রায়ান হেল মঙ্গলবার জানিয়েছেন, ক্ল্যাপারের দফতর গোটা ব্যাপারটা খতিয়ে দেখেছে এবং সংস্লিষ্ট জায়গায় রিপোর্ট পাঠিয়েছে। এর থেকে বেশি আর কিছু জানাতে রাজি হননি হেল।

ডিএনআই-এর অন্য এক সূত্র অবশ্য জানিয়েছে, এক মাস আগে সিআইএ ডিরেক্টরের অ্যাকাউন্ট হ্যাকিং-এর জন্য যে কিশোরকে চিহ্নিত করা হয়েছিল, এ বারের কাণ্ড সেই কিশোরীই ঘটিয়েছে। প্রথম বার হ্যাকিং-এর পর সে লিখেছিল, ‘আমি এক জন হাই স্কুল ছাত্র। মার্কিন নীতির প্রতিবাদেই আমি এটা করলাম’। কিন্তু কে এই কিশোর? কোথায় থাকে? মার্কিন গোয়েন্দারা তার কতটুকু হদিশ করতে পেরেছে, জানা যায়নি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন