৪০০ রকেট হানায় ফের উত্তপ্ত গাজ়া

রবিবার হঠাৎই গাজ়া ভূখণ্ডে গোপন অভিযান চালায় ইজ়রায়েল। তার থেকেই সংঘর্ষের মাত্রা বেড়েছে। পাল্টা বদলা নিতে মাঠে নামে হামাস।

Advertisement

সংবাদ সংস্থা

জেরুসালেম শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৮ ০৩:৫৯
Share:

ইজ়রায়েলের দাবি, সোমবার রাতে ১০০ প্যালেস্তাইনি জঙ্গিকে নিশানা করেছে তাদের যুদ্ধবিমান। ছবি: এএফপি।

চার বছর আগেকার যুদ্ধের পরে ফের উত্তাপ বাড়ছে গাজ়া ভূখণ্ডে। ইজ়রায়েলের দাবি, সোমবার রাতে ১০০ প্যালেস্তাইনি জঙ্গিকে নিশানা করেছে তাদের যুদ্ধবিমান। প্যালেস্তাইনি জঙ্গিদের ৪০০ রকেট ইজ়রায়েলের দিকে ধেয়ে এসেছিল বলে দাবি তাদের। গাজ়া ভূখণ্ডে এই হামলায় সোমবার রাতে ছয় প্যালেস্তাইনি জঙ্গির মৃত্যু হয়েছে। অন্যদিকে ইজ়রায়েলের আশকেলন শহরে রকেট হামলায় এক জন প্যালেস্তাইনি শ্রমিক প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে ইজ়রায়েল সরকার এবং গাজ়ায় হামাস জঙ্গিগোষ্ঠী একে অন্যের বিরুদ্ধে সুর চড়াচ্ছে ক্রমশ।

Advertisement

রবিবার হঠাৎই গাজ়া ভূখণ্ডে গোপন অভিযান চালায় ইজ়রায়েল। তার থেকেই সংঘর্ষের মাত্রা বেড়েছে। পাল্টা বদলা নিতে মাঠে নামে হামাস। ওই সংঘর্ষে সাত প্যালেস্তাইনি জঙ্গি প্রাণ হারায়। এর মধ্যে হামাসের এক কম্যান্ডারও আছেন। ইজ়রায়েলের গোপন বাহিনীর এক লেফটেন্যান্ট কর্নেলও নিহত হন।

সংঘর্ষের জেরে দক্ষিণ ইজ়রায়েল জুড়ে এখন শুধু সাইরেনের শব্দ। শয়ে শয়ে বাসিন্দা সরে গিয়েছেন নিরাপদ আশ্রয়ে। গাজ়া ভূখণ্ড থেকে উড়ে আসা ৪০০ রকেট আর মর্টারে এখনও পর্যন্ত জখম হয়েছেন ২৭ জন। তিন জনের আঘাত গুরুতর। হামাসের মুখপাত্র আবু ওবেইদা হুমকি দিয়েছে, ‘‘শত্রুপক্ষ সাধারণ মানুষের বাড়ির উপরে হামলা করলে আমরাও আক্রমণের মাত্রা বাড়াব।’’ ইজ়রায়েলি সেনার মুখপাত্র জনাথন কনরিকাস বলেছেন, ‘‘হামাসকে আমরা গত রাতে যে ইঙ্গিত দিয়েছি, তাতে ওরা বুঝবে যে ওদের বিরাট এলাকা জুড়ে ঘাঁটি নষ্ট করার ক্ষমতা আমাদের আছে।’’ ইজ়রায়েলি শহর আশকেলনের বাসিন্দা ক্লদ বোনফিতো বলেছেন, ‘‘সাইরেনের দু’সেকেন্ডের মধ্যে দারুণ জোরে একটা শব্দ। দেখলাম জানলা ভেঙে পর্দা হাওয়ায় উড়ছে। বাড়ির বাইরে বেরিয়ে এসে বুঝলাম, আমাদের ঠিক পাশের বাড়িটাতেই রকেট এসে পড়েছে।’’

Advertisement

পাল্টা জবাবে হামাসের আল আকসা টিভি স্টেশন ও গাজ়া শহরে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা দফতর লক্ষ্য করে আক্রমণ চালায় ইজ়রায়েল। রবিবারের হামলার পরেই প্যারিসের সফর কাটছাঁট করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি প্রশাসনের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন