Internatioinal news

চিনা নেট দুনিয়ার আয়তন টক্কর দিচ্ছে ইউরোপকেও!

আয়তনে ইউরোপকে টক্কর দিল চিন! না, পরিসীমার বিচারে নয়, এটা আসলে নেট দুনিয়ার আয়তন। চিনের নেট দুনিয়ার আয়তন নাকি ইউরোপের থেকে অনেক বেশি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৭ ১৭:৫৯
Share:

প্রতীকী ছবি।

আয়তনে ইউরোপকে টক্কর দিল চিন! না, পরিসীমার বিচারে নয়, এটা আসলে নেট দুনিয়ার আয়তন। চিনের নেট দুনিয়ার আয়তন নাকি ইউরোপের থেকে অনেক বেশি। এতটাই যে, চিনে শুধুমাত্র ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাই ইউরোপের মোট জনসংখ্যা ছুঁই ছুঁই! রবিবার চিনা ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার একটি রিপোর্টে এই তথ্য দিয়েছে।

Advertisement

ওই রিপোর্ট অনুযায়ী, চিনে এখন ৭৩ কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। ইউরোপের জনসংখ্যা যেখানে ৭৪ কোটি ৩১ লক্ষ। চিন অবশ্য ইন্টারনেটের ব্যবহারে প্রথম থেকেই বেশ সড়গড়। প্রতি বছরই সেখানে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা বাড়ছে। শুধুমাত্র গত বছরেই ৪ কোটি ২০ লক্ষ মানুষ ইন্টারনেট ব্যবহার করতে শুরু করেন। এর আগে ইন্টারনেট নিয়ে তাঁরা খুব একটা মাথা ঘামাতেন না। এর পিছনের কারণটাও রিপোর্টে জানিয়েছে ইন্টারনেট ইনফরমেশন সেন্টার। তাদের মতে, স্মার্টফোনের ব্যবহার আগের থেকে অনেকটা বেড়ে যাওয়াই এর কারণ। শুধুমাত্র গত দু’বছরেই নাকি স্মার্টফোনের ব্যবহার ৫ শতাংশ বেড়েছে। যার ফলে খাবার অর্ডার দেওয়া হোক বা বিনোদনের উপাদার খোঁজা— সবই স্মার্টফোনের মাধ্যমেই কাজ সেরে নিচ্ছেন তাঁরা। ইনফরমেশন সেন্টার সূত্রের খূবর, ইন্টারনেটে সবচেয়ে বেশি সার্চ হয় মিউজিক এবং অনলাইন ভিডিও। এমনকী, অনলাইন পেমেন্টের জন্যও সেখানে সবাই ইন্টারনেটের উপরেই নির্ভরশীল হয়ে পড়েছেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য, ইন্টারনেটের ব্যবহারে গ্রামাঞ্চলও সমান তালে এগিয়ে যাচ্ছে। ব্যবহারকারীদের ২৭ শতাংশই গ্রামের বাসিন্দা বলে রিপোর্ট থেকে জানা গিয়েছে।

আরও পড়ুন: বাংলার পর্যটন প্রচারের ভিডিও দেখেছেন? দেখে নিন

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement