Britain

২১ টি সন্তান! রেকর্ড গড়লেন এই দম্পতি

ব্রিটেনের সব থেকে বড় পরিবার হিসেবে এখন গণ্য হচ্ছে রেডফোর্ড পরিবার। তার কারণ ইতিমধ্যেই ২১ টি সন্তানের জন্ম দিয়ে ফেলেছেন এই দম্পতি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৯ ১৬:৪২
Share:

সম্পূর্ণ রেডফোর্ড পরিবার

ব্রিটিশ দম্পতি সু এবং নোয়েল রেডফোর্ড। অদ্ভুত এক ব্যাপারে রেকর্ড গড়ে ফেলেছেন তাঁরা। ব্রিটেনের সব থেকে বড় পরিবার হিসেবে এখন গণ্য হচ্ছে রেডফোর্ড পরিবার। তার কারণ ইতিমধ্যেই ২১ টি সন্তানের জন্ম দিয়ে ফেলেছেন এই দম্পতি। সু এবং নোয়েলের এই কীর্তি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। মিশ্র প্রতিক্রিয়া জুটেছে নেটিজেনদের তরফে। কেউ কেউ তাঁদের প্রশংসা করলেও, তার পাশাপাশি জুটেছে ‘অপরাধী’ আখ্যাও।

Advertisement

এই দম্পতি জানিয়েছেন, ১৩ বছর বয়সেই প্রথম মাতৃত্বের স্বাদ পান সু। তাঁর স্বামী নোয়েলের বয়স তখন মাত্র ১৮। এর পর ২০০৮ সালের মধ্যেই তেরোটি সন্তানের জন্ম দেন তাঁরা!

নোয়েল রেডফোর্ড পেশায় এক জন বেকারির ব্যবসাদার। সম্প্রতি তাঁদের নিয়ে করা একটি ভিডিয়ো ডকুমেন্টারি দেখানো হয় ব্রিটেনের টেলিভিশনে। তার পরেই প্রবল ভাবে আলোচনা শুরু হয় এই ব্রিটিশ দম্পতিকে ঘিরে। কিছু কিছু দর্শক মাত্র ১৩ বছর বয়সেই মা হওয়ার জন্য সমালোচনাও করেন সু’য়ের। এতগুলি সন্তানকে কী ভাবে সময় দিয়েছেন তাঁরা, সেই নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই।

Advertisement

আরও পড়ুন: তিন ঘণ্টা ধরে বাড়ির ডোরবেল চাটছেন অজ্ঞাত পরিচয় যুবক!

আরও পড়ুন: চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল বিশাল রোড সাইন বোর্ড, ভিডিয়ো দেখলে কেঁপে উঠবেন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement