বানানে বিভ্রাট, হবু প্রধানমন্ত্রীকে খুঁজে মিলছেন পর্নস্টার

গুগলে আজ মোস্ট ট্রেন্ডিং সেলিব্রিটি কে বলুন তো? তাঁর নাম টেরেজা মে। ভাবছেন তেমনটাই তো হওয়ার কথা ছিল? তবে একটু ভুল করছেন। ইনি হলেন একজন গ্ল্যামার মডেল ও অ্যাডাল্ট ফিল্মস্টার। হবু ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে যাঁর নামের বানানে ফারাক শুধু একটা ‘এইচ’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৬ ১৩:২৮
Share:

গুগলে আজ মোস্ট ট্রেন্ডিং সেলিব্রিটি কে বলুন তো? তাঁর নাম টেরেজা মে। ভাবছেন তেমনটাই তো হওয়ার কথা ছিল? তবে একটু ভুল করছেন। ইনি হলেন একজন গ্ল্যামার মডেল ও অ্যাডাল্ট ফিল্মস্টার। হবু ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে যাঁর নামের বানানে ফারাক শুধু একটা ‘এইচ’।

Advertisement

আর এখানেই বেঁধেছে গোল। হবু ব্রিটিশ প্রধানমন্ত্রীর ইংরেজি নামের বানান Theresa May। তবে গুগলে সার্চ করতে গিয়ে অনেকেই ভুল করে বাদ দিয়েছেন টি-এর পর এইচ। আর তাতেই গুগলের মোস্ট সার্চড হিসেবে ট্রেন্ড করছেন টিট রেডার, শ্যাগ, গবল অ্যান্ড স্পাঙ্ক, নাইলন নটিজ-এর মতো ছবিতে অভিনয় করা পর্নস্টার Teresa May।

১০ ডাউনিং স্ট্রিটের পথ এখন প্রতিযোগীহীন। থেরেজা প্রধানমন্ত্রী হচ্ছেনই। তবে গুগল সার্চে বানানের ফেরে প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে তাঁকে। বানানবিভ্রাটে টেরেজার কঠিন চ্যালেঞ্জের মুখে হবু প্রধানমন্ত্রী থেরেজা।

Advertisement

আরও পড়ুন: ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন টেরিজা মে-ই

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন