চতুর্থ ভোট করাবেন মে?

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর কাছে ৩০ জুন পর্যন্ত ব্রেক্সিট পিছিয়ে দেওয়ার আর্জি জানান মে।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৯ ০৪:৪৩
Share:

—ফাইল চিত্র।

তৃতীয় বারও পার্লামেন্টে খারিজ হয়ে গিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে-র প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তি। এর মধ্যেই ফের, অর্থাৎ চতুর্থ বার পার্লামেন্টে ভোট করানোর কথা ভাবছেন মে। ডাউনিং স্ট্রিট অবশ্য তা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি।

Advertisement

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর কাছে ৩০ জুন পর্যন্ত ব্রেক্সিট পিছিয়ে দেওয়ার আর্জি জানান মে। কিন্তু তাঁকে ১২ এপ্রিল পর্যন্ত সময় দেয় ইইউ। এর পরে তৃতীয় ও ‘শেষ বারের’ মতো তাঁর চুক্তি পার্লামেন্টে পেশ করার কথা জানিয়েছিলেন মে।

গত কাল তাতেই ৫৮ ভোটে হেরে যান তিনি। ঠিক ছিল এ বার চুক্তি পাশ না হলে, ১২ এপ্রিলের মধ্যে ব্রিটেনের সিদ্ধান্ত ইইউ-কে জানাতে হবে। কিন্তু কনজ়ারভেটিভ পার্টি সূত্রেও শোনা যাচ্ছে, মে-র দল পার্লামেন্টে ফের ভোট করানোর কথা ভাবছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন