International news

গাড়ি চুরি করতে গিয়ে শেষে পুলিশ ডেকে নিজেকে উদ্ধার করালো চোর!

বলি ভাগ্য চোরের! লুকিয়ে চুরি করতে ঢুকেছিল। শিকে তো ছিঁড়লই না, উল্টে পুলিশ দিয়ে নিজেকেই উদ্ধার করাতে হল!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮ ১৭:৪৪
Share:

প্রতীকী ছবি।

বলি ভাগ্য চোরের! লুকিয়ে চুরি করতে ঢুকেছিল। শিকে তো ছিঁড়লই না, উল্টে পুলিশ দিয়ে নিজেকেই উদ্ধার করাতে হল!

Advertisement

নরওয়ের ট্রনদেলাগের ঘটনা। সোমবার সকাল ৮টা নাগাদ ট্রনদেলাগ পুলিশের কাছে একটি ফোন আসে। ফোনে পুলিশের কাছে এক কিশোর আকুতি-মিনতি করতে থাকে তাকে উদ্ধারের জন্য। কোথায় রয়েছে জানতে চাওয়ায় সে পুলিশকে জানায়, চুরি করতে ঢুকে একটি গাড়ির ভিতরে আটকে রয়েছে সে!

পুলিশ জানিয়েছে, রবিবার রাতে ঘুরে ঘুরে ভোরের দিকে একটি শো-রুমে ঢুকে গাড়ি চুরি করতে যায় সে। গাড়ির কাচ ভেঙে ভিতরে ঢুকে তো পড়ে। কিন্তু গাড়ির দরজা লক হয়ে যাওয়ায় আর বেরতে পারেনি। অনেক চেষ্টার পরেও চুরিবিদ্যা কাজে লাগাতে ব্যর্থ হয়। শেষে আর উপায় নেই দেখে সরাসরি পুলিশকেই ফোন করে বসে।

Advertisement

আরও পড়ুন: ফেসবুকে জুতো কালি করার ছবি! আপত্তিকর মন্তব্যে লালবাজারে সুবোধ

নরওয়ে এক পুলিশ কর্মী বলেন, ‘‘আগে থেকেই আমাদের চেনে ওই কিশোর। তাই এ রকম পরিস্থিতিতে পুলিশের শরণাপন্ন হওয়াই মনস্থির করে।’’ তাকে উদ্ধার করতে পুলিশ পৌঁছলে নিশ্চিন্ত হয় ওই চোর।

আরও পড়ুন: হাইওয়েতে নামল বিমান, পাইলট গেলেন মাঠে!

ওই কিশোরের বয়স ১৭ বছর। গাড়ি থেকে উদ্ধারের পর তাকে সোজা থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে তাকে কিছু ক্ষণ জিজ্ঞাসাবাদের পরে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement