দেওয়াল ভেঙে এ ভাবেই হয়েছে ডাকাতি।
যে কায়দায় গোটা ব্যাপারটা ঘটানো হয়েছে, তাতে একে চুরি বললে কম বলা হয়। কিন্তু ডাকাতিও কি এই কায়দায় হয়? ঘটনায় অবশ্য কোনও হতাহতের খবর নেই। বাসিন্দাদের অনুপস্থিতির সুযোগে বাড়ি থেকে আস্ত একটা লকারই তুলে নিয়ে গেল চোরের দল! কিন্তু কেউ কিস্যুটি বুঝতে পারলেন না! এ জন্য পাড়া প্রতিবেশীদের অবশ্য তেমন দোষও দেওয়া যায় না। কারণ, যে কায়দায় এই লকার গায়েব করা হয়েছে, তা দেখে এটা যে ‘চুরি’ তা বোঝার বা ভাবার কোনও উপায়ও ছিল না! ২৬ জানুয়ারি, বৃহস্পতিবার, অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম জার্মানির বুয়েন্দ এলাকায়।
ঘটনাটা ঠিক কী ঘটেছিল? একটা ট্রাক্টর ‘নিরন্ত্রণ হারিয়ে’ রাস্তা পেরিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে একটি বাড়ির দেওয়ালে। ট্রাক্টরের ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির এক পাশের দেওয়াল। ‘দুর্ঘটনা’র খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। খানিক বাদে পৌঁছে গেলেন দুর্ঘটনাগ্রস্থ বাড়ির বাসিন্দারাও। পুলিশ আধিকারিকরা একটা দুর্ঘটনার তদন্ত শুরু করতে যাচ্ছিলেন, কিন্তু তাতে বাধা দিলেন বাড়ির মালিক! তাঁর দাবি, দুর্ঘটনা নয়, চুরি গিয়েছে তাঁর আস্ত একটা লকারই! অভিযোগ পেয়ে গোটা ব্যাপারটা খতিয়ে দেখে পুলিশও নিশ্চিত হল— এটা মোটেই দুর্ঘটনা নয়, দুর্ঘটনার মোড়কে আসলে এটা চুরিই। অথচ, দেখে বোঝার উপায় নেই!
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চোরদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশের ফরেন্সিক দল ট্রাক্টরের থেকে আঙুলের ছাপ অনুসন্ধানের চেষ্টা করছেন। লকারে কী ছিল বা কেন চোরের দল শুধু লকারটিকেই তুলে নিয়ে গেল সে বিষয়ে মুখ খোলেননি ওই বাড়ির বাসিন্দারা। তবে পুলিশকে তাঁরা সবকিছুই জানিয়েছেন বলে জানিয়েছেন আক্রান্তরা।
আরও পড়ুন: অবিকল ‘ভিনগ্রহী’! হদিশ মিলল ১০ কোটি বছর আগেকার পতঙ্গের