International

৭২ হাজার টাকার ব্যাগে মাছ এনে সকলকে চমকে দিলেন এই ঠাকুমা!

গৃহস্থের প্রত্যেক বাড়িতেই প্রায় মাছ আনার জন্য আলাদা থলি বা ব্যাগ থাকে। ভাল ব্যাগে আর যাই আনা যাক, বাজারের মাছ আনা যায় না। কিন্তু শুধুমাত্র মাছ আনার জন্য ৭২ হাজারের ব্যাগের ব্যবহার শুনেছেন কখনও? অদ্ভুত এই কাণ্ড ঘটিয়েছেন তাইওয়ানের এক বৃদ্ধা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৭ ১১:২৯
Share:

তাইওয়ানের সেই ঠাকুমা। ছবি: সংগৃহীত।

গৃহস্থের প্রত্যেক বাড়িতেই প্রায় মাছ আনার জন্য আলাদা থলি বা ব্যাগ থাকে। ভাল ব্যাগে আর যাই আনা যাক, বাজারের মাছ আনা যায় না। কিন্তু শুধুমাত্র মাছ আনার জন্য ৭২ হাজারের ব্যাগের ব্যবহার শুনেছেন কখনও? অদ্ভুত এই কাণ্ড ঘটিয়েছেন তাইওয়ানের এক বৃদ্ধা।

Advertisement

ছোটবেলা থেকেই মলিন ব্যাগ নিয়ে ঠাকুমাকে এখানে সেখানে যেতে দেখত নাতি। তাই বড় হয়ে ঠাকুমাকে ভারতীয় মূল্যের প্রায় ৭২,০০০ টাকা দামের লুই ভিত্তোর একটা জব্বর ব্যাগ কিনে দিয়েছিলেন। কিন্তু ঠাকুমা তাতে করে যা নিয়ে এলেন তাতে চমকে গিয়েছেন সকলেই। ছোট্ট ব্যাগ দেখে সেই ব্যাগে করেই বাজার থেকে টাটকা মাছ নিয়ে এলেন ঠাকুমা!

ঠাকুমার এরকম কার্যকলাপ গোটা বিশ্বের কাছে আর শেয়ার না করে থাকতে পারলেন না নাতি। সোশ্যাল সাইটে ব্যাগের ছবি দিয়ে লিখে ফেলল ঠাকুমার আজব কীর্তির কথা। এরই মধ্যে ৩০ হাজারের বেশি বার পোস্ট হয়েছে ব্লগের এই লেখায়। একজন তো এও লিখেছেন, ‘তোমার ঠাকুমাই বোধহয় বিশ্বের সবথেকে ফ্যাশনেবল, যিনি লুই ভিত্তোর ব্যাগে মাছ নিতে এসেছেন।’ ঠাকুমার অবশ্য কোনও হেলদোল নেই গোটা বিষয়ে। তিনি যে জানেনই না ব্যাগটির আদতে দাম কত!

Advertisement

আরও পড়ুন: অনলাইনে কুমারিত্ব নিলাম করলেন এই মডেল! দাম উঠল ১৭ কোটি টাকা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন