Bangladesh

‘ভুতুড়ে’ কায়দায় হাঁটলেন যুবক! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

এ ধরনের দৃশ্য সাধারণত আমরা কোনও ‘হরর’ ছবিতেই দেখতে অভ্যস্ত। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা ‘প্যারানর্মাল’ ভিডিওতেও ধরা পড়তে পারে এমন দৃশ্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মে ২০১৭ ১৬:৩৫
Share:

এ ধরনের দৃশ্য সাধারণত আমরা কোনও ‘হরর’ ছবিতেই দেখতে অভ্যস্ত। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা ‘প্যারানর্মাল’ ভিডিওতেও ধরা পড়তে পারে এমন দৃশ্য।

Advertisement

ভাবুন তো, একটা লম্বা-চওড়া যুবক হঠাত্ ধপ করে মাটিতে পড়ে রীতিমতো দলা পাকিয়ে যাচ্ছে! উল্টো হয়ে মাকড়শার মতো চার হাত-পায়ে এঁকেবেঁকে এগিয়ে আসছে আপনার দিকে!

আরও পড়ুন: বিশ্বের প্রবীণতম ব্যক্তি প্রয়াত, বয়স হয়েছিল ১৪৬

Advertisement

বলিউডের হরর ছবি ‘১৯২০’ বা হলিউডের ‘এক্সজর্সিস্ট’ বা ‘কনজুরিং’-এর গা শিউরে দেওয়া দৃশ্যের মতো বাস্তবে উল্টো হয়ে, এঁকেবেঁকে হেঁটে চলে দেখালেন এক যুবক। নাম ট্রয় জেমস। তাঁর ভয়াবহ ভঙ্গিতে হাঁটাচলার এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার হওয়া পরই ভাইরাল হয়ে যায়। এখনও পর্যন্ত ২৫ হাজারেরও বেশি মানুষ দেখেছেন এই ভিডিওটি। ট্রয়ের এই ভিডিওর নীচে কয়েকশো কমেন্ট ইতিমধ্যেই জমা হয়েছে। ট্রয় জেমস-এর এই ভিডিওটি দেখার পর আশা করা যায়, হলিউডের কোনও হরর ছবিতে এমন দৃশ্য শুট করতে আর কোনও স্পেশ্যাল এফেক্টের সাহায্য নেবেন না পরিচালকরা। এ বার দেখে দেওয়া যাক ট্রয়ের সেই ভয়ঙ্কর ভিডিওটি।

দেখুন ভিডিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement