thousands of colorful flowers blooms at World's Driest Desert after rare rain

হঠাৎ তুমুল বৃষ্টি, ফুলে ঢাকল বিশ্বের শুষ্কতম মরুভূমি

এমনিতে এই আতাকামা মরুভূমি অঞ্চলে বছরে গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র ১৫ মিলিমিটার। এ বার প্রায় ১২ ঘণ্টার তুমুল বৃষ্টিপাতের পর রং বে রঙের ফুলে ভরে গিয়েছে এই মরুভূমি। আসুন জেনে নেওয়া যাক বিশ্বের শুষ্কতম মরুভূমি সম্পর্কে কয়েকটি জরুরি তথ্য।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৭ ১২:১৮
Share:
০১ ০৭

এই অগস্টের মাঝামাঝি হঠাত্ টানা প্রায় ১২ ঘণ্টার তুমুল বৃষ্টিপাতের ফলে রং বেরঙের ফুলে ভরে গিয়েছে বিশ্বের শুষ্কতম মরুভূমি আতাকামা।

০২ ০৭

অন্তত ২০০ আলাদা আলাদা রকমের ফুলে ভরে গিয়েছে গোটা আতাকামা।

Advertisement
০৩ ০৭

সাধারণত, প্রতি ৫-৭ বছর অন্তর অতি বৃষ্টিপাতের ফলে এই ভাবে ফুলে ঢেকে যায় আতাকামা মরুভূমি। তবে এর আগে ২০১৫-তে এমন ঘটনা ঘটেছে এখানে।

০৪ ০৭

চিলের আতাকামা মরুভূমিকে বিশ্বের শুষ্কতম মরুভূমি বলে মনে করা হয়।

০৫ ০৭

সাধারণত, এই আতাকামা মরুভূমি অঞ্চলে বছরে গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র ১৫ মিলিমিটার।

০৬ ০৭

প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রায় ১ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে রয়েছে এই মরুভূমি।

০৭ ০৭

অত্যন্ত শুষ্কতার কারণে এই মরুভূমিতে প্রাণের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। তাই আতাকামাকে চিলের অধিবাসীরা ‘ভ্যালি অব ডেথ’ বা মৃত্যুর উপত্যকা বলতেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement