French

ফ্রান্সের তুলুসে গাড়ি হামলায় আহত তিন কলেজপড়ুয়া

ওই তিন শিক্ষার্থী শহরের আইজিএস টেকনিক্যাল কলেজে কম্পিউটার বিজ্ঞানের পড়ুয়া। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৭ ০০:০৫
Share:

ফ্রান্সে গাড়ি হামলায় গুরুতর আহত হলেন তিন জন। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার এই হামলার ঘটনা ঘটেছে ফ্রান্সের তুলুসে সেন্ট এক্সপারি বিদ্যালয়ের বাইরে। এ দিন স্থানীয় সময় বিকেল চারটে নাগাদ হামলার ঘটনাটি ঘটে। হামলাকারী সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশের দাবি, জেরায় হামলার কথা স্বীকার করেছে অভিযুক্ত। ২৮ বছরের ওই হামলাকারী জানিয়েছে, সে ইচ্ছাকৃত ভাবেই শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে।

পুলিশ জানিয়েছে, এ দিনের হামলার ২২ এবং ২৩ বছরের দুই যুবক ছাড়াও আহত হয়েছেন ২৩ বছরের এক যুবতীও। আহতরা সকলেই চিনা বংশোদ্ভূত। ওই তিন শিক্ষার্থী শহরের আইজিএস টেকনিক্যাল কলেজে কম্পিউটার বিজ্ঞানের পড়ুয়া। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন: কুকুর কিনে টার্গেট প্র্যাকটিস করত টেক্সাসের গণঘাতক!

এই হামলার সঙ্গে কোনও জঙ্গি যোগ নেই বলেও মনে করছে ফরাসি পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রের খবর, হামলাকারী যুবকের বিরুদ্ধে এর আগে ছোটখাটো অপরাধমূলক অভিযোগ রয়েছে, যা বেশির ভাগ ক্ষেত্রেই মাদক সংক্রান্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement